Congress: বিধানসভা নির্বাচনে পিকে-র সহায়তা - গুজরাট কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী

এই বছরের শেষের দিকে গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সহায়তার প্রসঙ্গ নিয়ে রাহুল গান্ধীর সাথে আলোচনায় বসলেন গুজরাট কংগ্রেস নেতৃত্ব।
Congress: বিধানসভা নির্বাচনে পিকে-র সহায়তা - গুজরাট কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী
Published on

এই বছরের শেষের দিকে গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সহায়তার প্রসঙ্গ নিয়ে রাহুল গান্ধীর সাথে আলোচনায় বসলেন গুজরাট কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার দলীয় সূত্রে একথা জানা গেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কংগ্রেসের সঙ্গে প্রাথমিক স্তরের আলোচনা ব্যর্থ হওয়ার পরে আবারও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেলেও দলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। সূত্র অনুসারে কংগ্রেসের পক্ষ থেকে প্রশান্ত কিশোরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আলোচনার জন্য ডাকা হয়েছে। জানা যাচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে কোনো শর্ত ছাড়াই দলের হয়ে কাজ করার জন্য জোর দেওয়া হচ্ছে। কারণ এর আগে এই রাজনৈতিক পরামর্শদাতার কংগ্রেসে যোগদান কংগ্রেস নেতাদের দ্বারা আটকে গেছিলো। যার মূল কারণ ছিলো তিনি টিকিট বণ্টনের ক্ষেত্রে কিছু গুরুতর সিদ্ধান্ত নেবার পক্ষে ছিলেন।

ইতিমধ্যে, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) পরবর্তী নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের সাথে দেখা করেন প্রশান্ত কিশোর এবং আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পরিকল্পনা এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাও-এর প্রস্তাবিত ফ্রন্ট নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

বিজেপি বিরোধী এক জাতীয় বিকল্প সম্পর্কে টিআরএস প্রধানের ভাবনা প্রসঙ্গে অন্যান্য রাজ্যে প্রশান্ত কিশোরের দলের করা একটি প্রাথমিক সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই কে চন্দ্রশেখর রাওয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Congress: বিধানসভা নির্বাচনে পিকে-র সহায়তা - গুজরাট কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী
Gujarat: মডেল রাজ্যে এক দশকে দেনা বেড়েছে আড়াই গুণ, ২০২৪-২৫-এ হতে পারে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in