Gujarat: মডেল রাজ্যে এক দশকে দেনা বেড়েছে আড়াই গুণ, ২০২৪-২৫-এ হতে পারে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা

২০২২-২৩ সালে বিজেপি শাসিত গুজরাটের সম্ভাব্য দেনার পরিমাণ ৩,৪৯,৭৮৯ কোটি টাকা। যা ২০২৪-২৫ সালে হতে পারে ৪,৪৯,৮১০ কোটি টাকা। শেষ এক দশকে গুজরাটের পুঞ্জীভূত দেনার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই গুণ।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলফাইল ছবি, নিউজক্লিকের সৌজন্যে

মাত্র দু’বছরের মধ্যেই দেশের মডেল রাজ্য গুজরাটের দেনার পরিমাণ নজর কাড়া অঙ্কে বাড়তে চলেছে। ২০২২-২৩ সালে বিজেপি শাসিত গুজরাটের সম্ভাব্য দেনার পরিমাণ ৩,৪৯,৭৮৯ কোটি টাকা। যা ২০২৪-২৫ সালে হতে পারে ৪,৪৯,৮১০ কোটি টাকা। শেষ এক দশকে গুজরাটের পুঞ্জীভূত দেনার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই গুণ।

গুজরাটকে দেশের এক উন্নত রাজ্য হিসাবে বিবেচনা করা হয় এবং দেশের জন্য একটি মডেল রাজ্য হিসাবে অভিহিত করা হয়। যদিও এই তথাকথিত মডেল রাজ্য ক্রমাগত ঋণের ভারে চাপা পড়ছে এবং বছরের পর বছর ধরে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।

গুজরাট সরকারের ক্রমবর্ধমান সরকারী ঋণ বর্তমান ২০২১-২২ সালে দাঁড়িয়েছে ৩,২০,৮১২ কোটি টাকায়। যা আগামী ২০২২-২৩ অর্থবছরে ৩,৪৯,৭৮৯ কোটি টাকায় পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান আর্থিক বছরের তুলনায় যা ১,০৫,৮২৪ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী কানু দেশাই ২০২২-২৩-এর জন্য মোট ২,৪৩,৯৬৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন।

সরকারের বিবৃতি অনুসারে, বিধানসভায় জমা দেওয়া ফিসকাল রেসপনসিবিলিটি অ্যাক্ট, ২০০৫-এর অধীনে, ২০২২-২৩-এর জন্য রাজ্যের আনুমানিক ৩,৪৯,৭৮৯ কোটি টাকার পাবলিক ঋণ ২০২৩-২৪ আর্থিক বছরে চার লক্ষ কোটি টাকা অতিক্রম করে ৪,০৯,৮১০ টাকায় পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৪-২৫ সালের শেষ নাগাদ এই অঙ্ক পৌঁছে যাবে ৪,৪৯,৮১০ কোটি টাকায়।

২০০৪-০৫ সাল থেকে গুজরাটের পাবলিক ঋণ ক্রমাগতভাবে বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। সেই সময় মোট ঋণ ছিলো ১৬,৪০১ কোটি টাকা। যদিও ২০০৬-০৭ এবং পরের বছর সেই অঙ্ক বাড়েনি।

২০১৬-১৭ সালে রাজ্যের ক্রমবর্ধমান সরকারী ঋণ ছিল ১,৯৯,৩৩৮ কোটি টাকা যা ৬.৬৪ শতাংশ বেড়ে ২০১৭-১৮ সালে ২,১২,৫৯১ কোটি টাকা এবং ২০১৮-১৯ সালে ২,৪০,৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বৃদ্ধির শতকরা হার ১৩.১৯ শতাংশ। কিন্তু ২০১৫-১৬ সালে সরকারী ঋণের তুলনায়, এক দশকে ক্রমবর্ধমান পাবলিক ঋণ ১,৮০,৭৪৩ কোটি টাকা থেকে আড়াই গুণ বেড়েছে। অনুমান করা হচ্ছে ২০২৪-২৫ আর্থিক বছরে এই ঋণ পৌঁছে যাবে ৪,৪৯,৭৮৯ কোটি টাকায়।

২০২১-২২ সালের হিসাবে মোট ৩,২০,৮১২ কোটি টাকার সরকারি ঋণের মধ্যে ২,৬৪,৭০৩ কোটি টাকা বাজার থেকে এবং পাওয়ার বন্ড থেকে ধার, ২৮,৪৯৭ কোটি টাকা জাতীয় ক্ষুদ্র সঞ্চয় তহবিল ঋণ থেকে ধার এবং ১৭,১৮২ কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক থেকে ঋণ এবং ৯,৭৯৯ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ।

অন্যদিকে, বছরের পর বছর ধরে গুজরাট সরকারের রাজস্ব ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। রাজ্যের রাজস্ব প্রাপ্তি ২০০৪-০৫ সালে ২০,২৬৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২১-২২ এ ১,৬৩,০২০ হয়েছে। সংশোধিত অনুমান অনুযায়ী, গত দশকে প্রায় ১০,০০০ কোটি টাকারও বেশি গড় বার্ষিক বৃদ্ধি ঘটেছে। গুজরাট সরকারের দাবি, সুদের হার প্রতিযোগিতামূলক হওয়ায় বাজারের ঋণের প্রতি আরও বেশি নির্ভর করতে হয়েছে।

"২০০৮-০৯ থেকে ২০২০-২১ সময়ের মধ্যে ঋণের স্টকের গঠন পরিবর্তন হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারের ঋণের অনুপাত ১১.৮৭ শতাংশ থেকে ২.৯৪ শতাংশে নেমে এসেছে৷ একইভাবে NSSF ঋণের শেয়ার ১০.৭৫-এ নেমে এসেছে ৫১.৫৯ শতাংশ থেকে। অন্যদিকে বাজার থেকে নেওয়া ঋণের শেয়ার ৩২.২০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮০.৭২ শতাংশ। যা বাজার ঋণের উপর নির্ভরতা বৃদ্ধির দিকটিকে তুলে ধরেছে।"

"রাজ্যের ঋণ পোর্টফোলিওর বিশ্লেষণে দেখা যায় যে ২,৯৮,৮১০ কোটি টাকা মোট পাবলিক ঋণের সিংহভাগই বাজারের ঋণের কারণে, যা মোট পাবলিক ঋণের ৮০.৭২ শতাংশ। মোট ঋণের জন্য সংশোধিত অনুমান ২০২১-২২ অর্থবছরে স্টক ৩,২০,৮১২ কোটি টাকা।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in