

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের নতুন সংসদ ভবন তৈরিতে আরও ২৮২ কোটি টাকা খরচ হবে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। তখন কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল এই প্রকল্পের জন্য মোট ৯৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর একবছর পরেই প্রকল্পের জন্য আরও ২৯ শতাংশ বরাদ্দ বাড়ানো হলো। এখন নতুন সংসদ ভবন তৈরিতে খরচ পড়বে ১২৫৯ কোটি টাকা।
রাষ্ট্রপতি ভবন থেকে সামান্য দূরে ১৩ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে চার তলা নতুন সংসদ ভবন। টাটা গোষ্ঠীকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪০ শতাংশ কাজ হয়ে গেছে বলে জানা গেছে। চলতি বছরে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির আগে প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। যদিও অক্টোবর পর্যন্ত ডেডলাইন বাড়ানো হয়েছে।
কোভিডের কারণে অন্যান্য সমস্ত প্রকল্পের কাজ বন্ধ থাকলেও নতুন সংসদ ভবন নির্মাণের কাজ চালু রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ রেখে সেই অর্থ স্বাস্থ্যখাতে ব্যয় করার দাবি তুলেছিলেন বিরোধীরা। কোভিড পরিস্থিতিতে কয়েক'শ শ্রমিক নিয়ে নির্মাণ কাজ করার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। কিন্তু আদালতের মতে এই প্রকল্প 'জাতীয় স্বার্থে' নির্মাণ করা হচ্ছে। তাই স্থগিতাদেশ জারি করেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন