
বোর্ড পরীক্ষায় বৈদ্যুতিন যন্ত্র (মূলত মোবাইল ফোন) নিয়ে ধরা পড়লে বাতিল করা হবে ওই বছরের গোটা পরীক্ষা। শুরু তাই নয়, পরের বছরও বোর্ড পরীক্ষা দিতে পারবে না ওই পরীক্ষার্থী। দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এবার পরীক্ষা দিতে চলেছে ৪৪ লক্ষ পড়ুয়া। তার আগে পরীক্ষার্থীদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে সিবিএসই। নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে ওই বছরের সব পরীক্ষা বাতিল করা হবে। এছাড়া পরের বছরের পরীক্ষাও বাতিল হবে ওই পড়ুয়ার।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যে সকল পড়ুয়া পরীক্ষা নিয়ে গুজব ছড়াবে, তাদের জন্যও বোর্ডের পক্ষ থেকে একই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক বলেই জানিয়েছে বোর্ড। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজের উপর নজরদারি চালাবেন সহকারি সুপারিনটেন্ডেন্ট।
সিবিএসই –এর অধীনে থাকা স্কুলগুলিকে পরীক্ষার সমস্ত নিয়মকানুন পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং পরীক্ষকদেরও ভালো ভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা যাতে পরীক্ষাকেন্দ্রে কোনও ভাবে মোবাইল ফোন নিয়ে না প্রবেশ করে, সে কথা বার বার মনে করানোর কথা বলেছে বোর্ড।
দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার এই নয়া নির্দেশিকাকে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন সিবিএসই –এর অধীনে থাকা শিক্ষিক-শিক্ষিকারা। যদিও এই পদক্ষেপ পড়ুয়াদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে বলে মত এক স্কুলের শিক্ষিকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন