

প্রাক্তন আইএএস অফিসার, সমাজকর্মী এবং ভাষ্যকর হর্ষ মান্দারের বাড়ি ও অফিসে হানা দিল সিবিআই। সকাল ৮টার সময় দিল্লির বসন্ত কুঞ্জে তাঁর বাড়িতে চার সিবিআই আধিকারিকের একটি দল হানা দেয়। আর একটি দল হানা দেয় তাঁর অফিসে, যা জাতীয় রাজধানীর আধচিনিতে অবস্থিত।
১১ টার কিছু পরে মান্দারের বাড়ি এবং অফিস, উভয় জায়গা থেকেই বেরিয়ে যায় সিবিআই টীম। কী কারণে এই তল্লাশি সেই বিষয়ে সিবিআই-এর তরফে এখনও কিছু জানা যায়নি।
ইউপিএ সরকারের সময় জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন হর্ষ মান্দার। বর্তমান কেন্দ্র সরকারের তীব্র সমালোচক হিসেবে পরিচিত তিনি। ভারতে বর্তমানে চলমান সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে প্রচারে সবসময় অগ্রভাগে থাকনে তিনি। তাঁর একটি এনজিও রয়েছে, যার নাম - আমান বিরাদারি (Aman Biradari)। বিদেশী অনুদান (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন নিয়ম লঙ্ঘন করার অভিযোগে আমান বিরদারির বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে।
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে হর্ষ মান্দারের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেইসময় তিনি বা তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। পাশাপাশি মেহরাউলিতে অবস্থিত তাঁর আর একটি সংস্থা Equity Studies (CES), যেখানে অনাথ-অসহায় শিশুদের রাখা হয়, সেখানেও তল্লাশি চালানো হয়। ২০২৩ সালের জুন মাসে CES-এর FCRA লাইসেন্স বাতিল করা হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন