
ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের সেই দ্রুত শুনানির আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। জানানো হয়েছে, নির্ধারিত দিন অর্থাৎ এক মাস পরেই এই মামলার শুনানি হবে।
সোমবার সুপ্রিম কোর্টে ছিল ওবিসি মামলার শুনানি। কিন্তু সময়ের অভাবে মামলা এক মাস পিছিয়ে যায়। এরপরেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। এদিন শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে। একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাই কোর্ট। এর দ্রুত শুনানি করা হোক। বৃহস্পতিবার বা সোমবার এই মামলার শুনানির আর্জি জানিয়েছিল রাজ্য।
কিন্তু রাজ্যের আইনজীবীর সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি জানান, ওই মামলা তালিকা থেকে বাদ যাবে না। নতুন করে তালিকাও তৈরি করা হবে না। অর্থাৎ নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে। জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে।
এর আগে গত ২৮ জুলাই হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এমনকি হাইকোর্টের রায় নিয়ে প্রশ্নও উঠেছিল। সোমবার সেই মামলার শুনানি এক মাস পিছিয়ে দেয় শীর্ষ আদালত।
উল্লেখ্য, ওবিসি জটের কারণে রাজ্যে থমকে রয়েছে জয়েন্ট সহ একাধিক পরীক্ষার ফল প্রকাশ। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছিলেন, ২০১০ সালের আগের ওবিসি তালিকা মেনেই ফলপ্রকাশ করতে হবে। এরপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়। কিন্তু দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেওয়া হল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন