CPIM-এর সেমিনারে অংশ নেওয়া যাবে না, শশী থারুরের ওপর নিষেধাজ্ঞা জারি কেরালা কংগ্রেসের

শনিবার শশী থারুর জানিয়েছিলেন, সিপিআই(এম) আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার জন্য তাঁর ওপর কোনো দলীয় নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এই মন্তব্যের জবাব দিতেই বিবৃতি জারি করে প্রদেশ কংগ্রেস।
পিনারাই বিজয়ন, শশী থারুর
পিনারাই বিজয়ন, শশী থারুরফাইল চিত্র
Published on

সিপিআই(এম) আয়োজিত সেমিনারে অংশ না নেওয়ার জন্য সাংসদ শশী থারুর সহ বেশ কয়েকজন দলীয় নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করলো কেরল প্রদেশ কংগ্রেস কমিটি। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আগামী ৬ থেকে ১০ এপ্রিল কেরলের কান্নুরে সিপিআইএমের ২৩ তম পার্টি কংগ্রেস আয়োজিত হবে। পার্টি কংগ্রেসের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে কনফারেন্সের আয়োজন করেছে সিপিআই(এম)। কনফারেন্সে জাতীয় রাজনীতি বিষয়ক সেমিনারে আলোচনার জন্য শশী থারুর এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে ভি থমাসকে আমন্ত্রণ জানিয়েছে সিপিআই(এম)।

একটি বিবৃতিতে কেরালা প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ জানিয়েছেন, কোনো কংগ্রেস নেতা যেন কান্নুরে সিপিআই(এম) আয়োজিত সেমিনারে অংশগ্রহণ না করেন। কারণ পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, সেখানে কিছু নেতা যদি সিপিআই(এম)র অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা পার্টি ক‍্যাডার এবং সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেবে। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি সেমিনারে অংশ নেন তাহলে তাঁকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। তবে সোনিয়া গান্ধী যদি সেমিনারে অংশ নেওয়ার অনুমতি দেন তাহলে আমন্ত্রিত নেতারা অংশ নিতে পারেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর জানিয়েছিলেন, সিপিআই(এম) আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার জন্য তাঁর ওপর কোনো দলীয় নিষেধাজ্ঞা জারি করা হয়নি। থারুরের এই মন্তব্যের জবাব দিতেই বিবৃতি জারি করে প্রদেশ কংগ্রেস। তবে সিপিআই(এম) প্রসঙ্গে শশী থারুরের সাথে দলের মতবিরোধ এই প্রথম নয়। এর আগে উন্নয়নমূলক কে-রেল প্রকল্প নিয়েও দলীয় লাইনের বাইরে গিয়ে বাম সরকারকে সমর্থন জানিয়েছিলেন শশী থারুর। এর জেরে শোকজের মুখেও পড়েছিলেন তিনি।

পাশাপাশি সম্প্রতি একাধিক ইস‍্যুতে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন শশী থারুর। এবার সেমিনার নিয়ে কীভাবে প্রতিক্রিয়া দেন তিনি সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

এদিকে এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ‍্য সম্পাদক কোডিয়েরি বালকৃষ্ণান বলেন, কংগ্রেস অকারণে সেমিনারে অংশগ্রহণকারী নেতাদের নিয়ে ইস‍্যু তৈরি করছে। সেমিনার কেন্দ্রের বিজেপি সরকারের নীতি নিয়ে আলোচনা হবে। এখানে দলীয় নেতাদের অংশগ্রহণ করতে না দিয়ে কংগ্রেস নিজেদের বিজেপির বি-টিম হিসেবে প্রমাণ করছে।

- with IANS inputs

পিনারাই বিজয়ন, শশী থারুর
Kerala: রেল প্রকল্প নিয়ে CPIM-র সুরে সুর মেলাচ্ছেন শশী থারুর, শোকজ করল কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in