Uttar Pradesh: বেকারত্বের যন্ত্রণা! যোগীরাজ্যে সমস্ত সার্টিফিকেট পুড়িয়ে আত্মঘাতী যুবক

People's Reporter: উত্তরপ্রদেশ পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পর থেকে অবসাদে ভুগছিলেন ব্রিজেশ। তার ফলেই বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকীছবি সংগৃহীত

পড়াশোনা করেও মিলছে না কোনো চাকরী। তাই সমস্ত সার্টিফিকেট পুড়িয়ে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ২৮ বছর বয়সী এক যুবক। ওই যুবকের লেখা সুইসাইড নোট থেকে এমনই জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, ব্রিজেশ পাল নামের ওই যুবক উত্তরপ্রদেশের ভূদপুরওয়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার আগে তিনি নিজের সমস্ত শংস্থাপত্র পুড়িয়ে দিয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ব্রিজেশ পুলিশের চাকরীর জন্য চেষ্টা করছিলেন। কিন্তু কোনোভাবেই তিনি চাকরী পাচ্ছিলেন না। উত্তরপ্রদেশ পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পর থেকে অবসাদে ভুগছিলেন তিনি। তার ফলেই বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।

ব্রিজেশ তাঁর সুইসাইড নোটে জানিয়েছেন, তিনি ব্যর্থ। “এখন আমার মন খারাপ। চাকরি না পেলে ডিগ্রী দিয়ে কী লাভ? আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি।“ চিঠিতে তিনি তাঁর বোনকে ভালোভাবে বিয়ে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে অনুরোধ করেছেন।

জানা গেছে, ব্রিজেশ পরিবারের একমাত্র ছেলে। তাঁর বাবা দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় চাকরী করতেন। এবং তাঁদের গ্রামে জমি আছে। স্থানীয় থানার এসএইচও বিষ্ণু কান্ত তিওয়ারি জানান, ব্রিজেশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় যোগী সরকারের তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করে লেখেন, “বিজেপি ক্ষমতায় আসার জন্য সমস্ত কৌশল অবলম্বন করেছিল, এখন চাকরি দেওয়ার নামে মুখ ফিরিয়ে নিচ্ছে। বেকারত্বের অবসাদে কনৌজের এক যুবক ব্রিজেশ পাল বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

ছবি- প্রতীকী
Lok Sabha Polls 24: পরে দল, আগে দেশ - চার রাজ্যে কংগ্রেস-আপ আসন সমঝোতা চূড়ান্ত
ছবি- প্রতীকী
Sandeshkhali: সন্দেশখালিতে মীনাক্ষীদের আটকে দিল পুলিশ, 'তৃণমূলের ক্যাডার', কটাক্ষ বাম যুব নেত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in