'নকল ঘি' বিক্রি করছে পতঞ্জলি, রামদেবকে তীব্র আক্রমণ BJP সাংসদের

BJP সাংসদ জানান, ‘শীঘ্রই আমি সাধু-সন্তদের নিয়ে একটি সভা করব। আমি নিশ্চিত, রামদেবের সমর্থনে যে নকল ঘি ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও বিক্রি হচ্ছে, তা রুখতে আমার এই আন্দোলনে সাধুরা তাঁদের আশীর্বাদ দেবেন।’
'নকল ঘি' বিক্রি করছে পতঞ্জলি, রামদেবকে তীব্র আক্রমণ BJP সাংসদের
Published on

পতঞ্জলি (Patanjali) ব্র্যান্ড 'নকল ঘি' (fake ghee) বিক্রি করছে। বৃহস্পতিবার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পতঞ্জলির মালিক যোগ গুরু রামদেবকে (Ramdev) তীব্র আক্রমণ করলেন কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (BJP MP Brij Bhushan Sharan Singh)।  

তিনি আরও অভিযোগ করেন, 'কপাল ভাটি' (Kapal Bhati) প্রাণায়াম নিয়ে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছেন রামদেব। এটি শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলছে।

এই কারণে, সাধারণ মানুষকে বাজার থেকে ঘি না কিনে বাড়িতে গরু বা মহিষ রাখার পরামর্শ দেন ব্রিজভূষণ শরণ সিং। তিনি বলেন, ‘দুর্বলের সন্তান দুর্বল হয়ে জন্মায়। সুস্থ ব্যক্তির সন্তান সুস্থভাবে জন্ম নেয়। সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ি এবং বিশুদ্ধ দুধ-ঘি খাওয়া খুবই জরুরি।’

একইসঙ্গে তিনি জানান, ‘শীঘ্রই আমি সাধু-সন্তদের নিয়ে একটি সভা করব। এবং মহর্ষি পতঞ্জলির নামে শোষণ বন্ধ করার জন্য আহ্বান জানাব। আমি নিশ্চিত, রামদেবের সমর্থনে যে নকল ঘি ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও বিক্রি হচ্ছে, তা রুখতে আমার এই আন্দোলনে সাধুরা তাঁদের আশীর্বাদ দেবেন।’

তিনি আরও জানান, পতঞ্জলির নামে ‘নকল ঘি’ বিক্রির বিরুদ্ধে সরব হওয়ায়, রামদেব তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং তাঁকে ক্ষমা চাইতে বলেছিলেন। তিনি বলেন, ‘আমি কখনই ক্ষমা চাইব না। এবং আমি যা বলেছি তাতে আমি অটল আছি।’

'নকল ঘি' বিক্রি করছে পতঞ্জলি, রামদেবকে তীব্র আক্রমণ BJP সাংসদের
Ramdev: মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য - ক্ষমা চাইতে হবে রামদেবকে, দাবি দিল্লি মহিলা কমিশনের
'নকল ঘি' বিক্রি করছে পতঞ্জলি, রামদেবকে তীব্র আক্রমণ BJP সাংসদের
মহিলাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের ৭২ ঘণ্টা পর ক্ষমা চাইলেন রামদেব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in