Uttarakhand: খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন নাবালিকাকে ধর্ষণ BJP নেতার! মামলা দায়ের হতেই পলাতক অভিযুক্ত

People's Reporter: নির্যাতিতার মায়ের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করে আসছেন ওই বিজেপি নেতা। এই ঘটনা কাউকে জানালে মেয়েকে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই বিজেপি নেতা।
Uttarakhand: খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন নাবালিকাকে ধর্ষণ BJP নেতার! মামলা দায়ের হতেই পলাতক অভিযুক্ত
প্রতীকী ছবি
Published on

খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে এক নবালিকাকে ধর্ষণ করে যাচ্ছেন বিজেপি নেতা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে। নির্যাতিতা নাবালিকার মা অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে চম্পাওয়াত থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের নাম কমল রাওয়াত। অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পিটিআই সংবাদসংস্থার খবর অনুযায়ী, নির্যাতিতার মায়ের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করে আসছেন ওই বিজেপি নেতা। এই ঘটনা কাউকে জানালে মেয়েকে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই বিজেপি নেতা। নির্যাতিত মেয়েটির বয়স ১৫ বছর। সম্প্রতি তিনি মেয়ের কাছ থেকে কোনঅভাবে বিষয়টি জানতে পেরেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিজেপি নেতা রাওয়াতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ), ৫০৪ ধারা (ইচ্ছাকৃত অপমান) এবং ৫০৬ ধারা (ভীতি প্রদর্শন), পাশাপাশি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে।

থানায় এই মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। চম্পাওয়াতের পুলিশ সুপার (এসপি) দেবেন্দ্র পিনচা জানিয়েছেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। তিনি জানান, শীঘ্রই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।

Uttarakhand: খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন নাবালিকাকে ধর্ষণ BJP নেতার! মামলা দায়ের হতেই পলাতক অভিযুক্ত
NDA vs I-N-D-I-A: ফের শিবির বদলাবেন নীতিশ কুমার? আশাবাদী বিজেপি
Uttarakhand: খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন নাবালিকাকে ধর্ষণ BJP নেতার! মামলা দায়ের হতেই পলাতক অভিযুক্ত
UP: পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল মারামারি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in