

একদিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নিয়ে ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময় যোগীরাজ্যের অন্য এক পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল বচসা বাধে। যা পরে হাতাহাতিতে পরিণত হয়। নিজের এক্স হ্যান্ডেলে মারপিটের ভিডিও শেয়ার করে সুর চড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান তথা রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদব। ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কাউন্সিলররা বৈঠক চলাকালীনই একে অন্যকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। অনেকে মারপিটেও জড়িয়ে পড়েন। পরে জানা যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলী পুরসভায়। ওই পুরসভায় বোর্ড মিটিং-র আয়োজন করা হয়েছিল। বিধায়ক প্রসন্ন চৌধুরী ও পুরসভার চেয়ারম্যান অরবিন্দ সঙ্গল ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই চলে পুরো ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিওকেই হাতিয়ার করেছেন অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে অখিলেশ লেখেন, "যেখানে কোনো উন্নয়নই হয়নি সেখানে আবার সমীক্ষা বৈঠকে মারপিট হবে না তো কী হবে? তাই জন্যই তো শামলী পুরসভায় কাউন্সিলররাই মারপিটে জড়িয়ে পড়লেন"।
বচসার সূত্রপাত হয় আর্থিক বন্টন নিয়ে। পুরসভা সূত্রে খবর, উন্নয়ন প্রকল্পের জন্য বৈঠক ডাকা হয়েছিল। অর্থের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। বৈঠক চলতে চলতেই কাউন্সিলররা ঝামেলায় জড়িয়ে পড়েন। পুরো ঘটনার ভিডিও করেন অন্য এক কাউন্সিলর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন