UP: পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল মারামারি

People's Reporter: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কাউন্সিলররা বৈঠক চলাকালীনই একে অন্যকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। অনেকে মারপিটেও জড়িয়ে পড়েন।
UP: পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল মারামারি
ছবি - সংগৃহীত

একদিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নিয়ে ব্যস্ততা তুঙ্গে, ঠিক সেই সময় যোগীরাজ্যের অন্য এক পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল বচসা বাধে। যা পরে হাতাহাতিতে পরিণত হয়। নিজের এক্স হ্যান্ডেলে মারপিটের ভিডিও শেয়ার করে সুর চড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান তথা রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদব। ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কাউন্সিলররা বৈঠক চলাকালীনই একে অন্যকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। অনেকে মারপিটেও জড়িয়ে পড়েন। পরে জানা যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলী পুরসভায়। ওই পুরসভায় বোর্ড মিটিং-র আয়োজন করা হয়েছিল। বিধায়ক প্রসন্ন চৌধুরী ও পুরসভার চেয়ারম্যান অরবিন্দ সঙ্গল ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই চলে পুরো ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওকেই হাতিয়ার করেছেন অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে অখিলেশ লেখেন, "যেখানে কোনো উন্নয়নই হয়নি সেখানে আবার সমীক্ষা বৈঠকে মারপিট হবে না তো কী হবে? তাই জন্যই তো শামলী পুরসভায় কাউন্সিলররাই মারপিটে জড়িয়ে পড়লেন"।

বচসার সূত্রপাত হয় আর্থিক বন্টন নিয়ে। পুরসভা সূত্রে খবর, উন্নয়ন প্রকল্পের জন্য বৈঠক ডাকা হয়েছিল। অর্থের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। বৈঠক চলতে চলতেই কাউন্সিলররা ঝামেলায় জড়িয়ে পড়েন। পুরো ঘটনার ভিডিও করেন অন্য এক কাউন্সিলর।

UP: পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল মারামারি
PM Modi At Ayodhya: ২ অমৃত ভারত, ৬ বন্দে ভারতের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলার জন্য বরাদ্দ এক
UP: পুরসভার অর্থ বন্টনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপি কাউন্সিলরদের মধ্যে তুমুল মারামারি
Sukanya Samriddhi Yojana: বছর শেষে সুকন্যা সমৃদ্ধি যোজনায় মোদী সরকারের নতুন চমক, বাড়ানো হল সুদের হার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in