

উত্তরপ্রদেশে ফের বিজেপি নেতার দাদাগিরি। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে। যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সহ-সভাপতি বিকুল চপরানা। ভিডিওতে ওই বিজেপি নেতাকে পুলিশের উপস্থিতিতেই এক যুবককে হুমকি দিতে দেখা যাচ্ছে। যুবককে মারধরের পাশাপাশি রাস্তায় নাক ঘষে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়েছে। তীব্র সমালোচনার মুখে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর মেরঠের মেডিকেল থানা এলাকার তেজগঢ়ি চৌরাহায়। জানা গেছে, রাজ্যের জ্বালানি প্রতিমন্ত্রী ড. সোমেন্দ্র তোমারের দপ্তরের সামনে পার্কিং নিয়ে বিকুল চপরানা এবং দুই তরুণের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মুহুর্তের মধ্যেই বচসা থেকে হাতাহাতিতে গড়ায় ঘটনাটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি তখনও উত্তপ্ত।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাব-ইনস্পেক্টর ও এক কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীনই চপরানা ও তাঁর অনুগামীরা দুই তরুণকে অপমান করতে থাকেন। শেষমেশ তাঁদের মধ্যে একজনকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। অবশেষে রাস্তায় নাক ঘষে ‘ক্ষমা প্রার্থনা’ করেন ওই যুবক।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজনেরা। অভিযুক্ত বিকুল চপরানা বিজেপি কিষান মোর্চার জেলা সহ-সভাপতি হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী সোমেন্দ্র তোমারের ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। এমনকি সম্প্রতি মন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শহরে বিশাল হোর্ডিং ও ইউনিপোল লাগানোরও দায়িত্ব নিয়েছিলেন তিনি।
ভিডিও প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ চপরানার বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করে। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির জন্য স্টেশন ইনচার্জ এবং আরও তিন পুলিশ সদস্য - কীর্তি প্যালেস, গৌরব সিং, চেতন সিং এবং কনস্টেবল ব্রিজেশ কুমারকে বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
সিভিল লাইন এলাকার পুলিশ অফিসারের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, পুলিশের সামনেই তরুণকে অপমান করা হয়েছিল এবং কোনও পুলিশকর্মীই সময়মতো হস্তক্ষেপ করেননি। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন