

রাজস্থানে বিধানসভা নির্বাচনের আর মাত্র ৮ মাস বাকি। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দলের রাজ্য সভাপতি পরিবর্তন করল বিজেপি। রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার জায়গায় নিয়ে আসা হয়েছে চিতোরগড় লোকসভার সাংসদ চন্দ্র প্রকাশ যোশীকে।
জানা যাচ্ছে, জাতপাতের অঙ্কের দিকে তাকিয়ে মরুরাজ্যে এবার ব্রাহ্মণ নেতাকেই রাজ্যের প্রধান মুখ হিসাবে বেছে নিয়েছে বিজেপি। ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক (RSS)-এর সঙ্গে যুক্ত চন্দ্র প্রকাশ যোশী।
এবিভিপির (ABVP) সদস্য থেকে শুরু করে চিতোরগড়ের কলেজে ছাত্র ইউনিয়নের সভাপতি, জেলা পরিষদের সদস্য, ভাদেসরে উপ-প্রধান, রাজস্থান ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-র সভাপতি ছিলেন যোশী। এরপর, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির টিকিটে চিতোরগড় থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।
২০২০ সালের আগস্ট থেকে বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন যোশী। এবার, সেই ব্রাহ্মণ নেতাকেই রাজস্থানে দলের মুখ হিসাবে বেছে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা।
রাজস্থানে এখনও পর্যন্ত চারজন মুখ্যমন্ত্রী ছিলেন ব্রাহ্মণ। অন্যদিকে, বিজেপির বিদায়ী সভাপতি পুনিয়া হলেন একজন জাট। রাজ্যে ব্রাহ্মণদের তুলনায় জাঠ সম্প্রদায়ের মানুষ বেশি হলেও, রাজস্থানে এই সম্প্রদায় থেকে কেউ মুখ্যমন্ত্রী হননি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন