Rajasthan: লক্ষ্য ২০২৪, রাজস্থানে ব্রাহ্মণ নেতাকে রাজ্য সভাপতি করল BJP

জাতপাতের অঙ্কের দিকে তাকিয়ে মরুরাজ্যে এবার ব্রাহ্মণ নেতাকেই রাজ্যের প্রধান মুখ হিসাবে বেছে নিয়েছে বিজেপি। ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক (RSS)-এর সঙ্গে যুক্ত চন্দ্র প্রকাশ যোশী।
 নরেন্দ্র মোদীর সাথে চন্দ্র প্রকাশ যোশী
নরেন্দ্র মোদীর সাথে চন্দ্র প্রকাশ যোশীছবি সংগৃহীত
Published on

রাজস্থানে বিধানসভা নির্বাচনের আর মাত্র ৮ মাস বাকি। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দলের রাজ্য সভাপতি পরিবর্তন করল বিজেপি। রাজ্য সভাপতি সতীশ পুনিয়ার জায়গায় নিয়ে আসা হয়েছে চিতোরগড় লোকসভার সাংসদ চন্দ্র প্রকাশ যোশীকে।

জানা যাচ্ছে, জাতপাতের অঙ্কের দিকে তাকিয়ে মরুরাজ্যে এবার ব্রাহ্মণ নেতাকেই রাজ্যের প্রধান মুখ হিসাবে বেছে নিয়েছে বিজেপি। ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক (RSS)-এর সঙ্গে যুক্ত চন্দ্র প্রকাশ যোশী।

এবিভিপির (ABVP) সদস্য থেকে শুরু করে চিতোরগড়ের কলেজে ছাত্র ইউনিয়নের সভাপতি, জেলা পরিষদের সদস্য, ভাদেসরে উপ-প্রধান, রাজস্থান ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-র সভাপতি ছিলেন যোশী। এরপর, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির টিকিটে চিতোরগড় থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

২০২০ সালের আগস্ট থেকে বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন যোশী। এবার, সেই ব্রাহ্মণ নেতাকেই রাজস্থানে দলের মুখ হিসাবে বেছে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা।

রাজস্থানে এখনও পর্যন্ত চারজন মুখ্যমন্ত্রী ছিলেন ব্রাহ্মণ। অন্যদিকে, বিজেপির বিদায়ী সভাপতি পুনিয়া হলেন একজন জাট। রাজ্যে ব্রাহ্মণদের তুলনায় জাঠ সম্প্রদায়ের মানুষ বেশি হলেও, রাজস্থানে এই সম্প্রদায় থেকে কেউ মুখ্যমন্ত্রী হননি।

 নরেন্দ্র মোদীর সাথে চন্দ্র প্রকাশ যোশী
২ বছরের জেলের সাজার নির্দেশে সাংসদ পদ খোয়াতে পারেন রাহুল - ‘কাপুরুষ BJP সরকার’ আক্রমণ কংগ্রেসের
 নরেন্দ্র মোদীর সাথে চন্দ্র প্রকাশ যোশী
M3M Hurun Global Rich List: আদানির পতন অব্যাহত, ১৬ ভারতীয় বিলিওনেয়ারের নাম যুক্ত হয়েছে তালিকায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in