
এনডিএ জোট সঙ্গীদের মধ্যে থেকেই ধেয়ে এলো বাজেটের কড়া সমালোচনা। বিহারে এনডিএ জোটসঙ্গী জনতা দল-ইউনাইটেড (জেডি-ইউ) মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ নিয়ে হতাশা প্রকাশ করলো।
JD-U সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা কেন্দ্রীয় বাজেটকে "হতাশাজনক বাজেট" বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, "বিহারের বিশেষ মর্যাদার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি এবং আশা করেছিলাম যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে কিছু বলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি এই বিষয়কে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন।"
উপেন্দ্র কুশওয়াহা আরও বলেন, "কেন্দ্রীয় বাজেট উন্নত রাজ্যগুলির জন্য উপকারী হতে পারে, কিন্তু বিহারের মতো দরিদ্র রাজ্যগুলির জন্য এই বাজেটে কিছুই নেই৷ আমাদের রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের আর্থিক সহায়তা প্রয়োজন।"
সাম্প্রতিক সময়ে বিহারে জোটসঙ্গী বিজেপি ও এনডিএ-র মধ্যে বিবাদ ক্রমশ বাড়ছে। কুশওয়াহার এই বিবৃতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে জেডি-ইউ এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হবে।
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন