Bihar Polls 25: বিহারে বিরোধী জোটে 'মহাজট'! ১১ আসনে মুখোমুখি লড়াইয়ে মহাগঠবন্ধনের প্রার্থীরা

People's Reporter: চিরাগ বলেন, “‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ বলে কিছু নেই। হয় আপনি বন্ধু, নয় প্রতিদ্বন্দ্বী। যদি একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দেন, সমালোচনা করেন, তাহলে অন্য আসনগুলোতেও এর প্রভাব পড়বেই।”
বিহারে বিরোধী জোটে মহাজট
বিহারে বিরোধী জোটে মহাজটছবি - সংগৃহীত
Published on

বিহার নির্বাচনে ১১টি আসন এমন রয়েছে যেখানে সরাসরি একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী মহাগঠবন্ধনের প্রতিনিধিরা। এই আসনগুলিতে বিরোধী শিবিরের ভোট কাটাকুটির সুবিধা নিতে পারে এনডিএ শিবির। যা নিয়ে কটাক্ষ করেছেন এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান।

আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই বিরোধী শিবিরে ফাটল প্রকাশ্যে। আসন বন্টন নিয়ে প্রথম থেকেই মহাগঠবন্ধনের শরিক দলগুলি দর কষাকষি করছিল। এবার তাদের মধ্যেই একাধিক আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

সূত্রের খবর, আরজেডি (RJD) ও কংগ্রেস নিজেদের মধ্যে ৬টি আসনে সরাসরি মুখোমুখি হচ্ছে। সিপিআই এবং কংগ্রেসের মধ্যে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আর মুকেশ সহানির বিকাশশীল ইনসান পার্টি (VIP) ও আরজেডি-র একটি আসনে।

সোমবার ১৪৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে আরজেডি। সোমবারই ছিল প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরেও দেখা যাচ্ছে আরজেডি এবং কংগ্রেস সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে বৈশালী, সিকান্দ্রা, কাহালগাঁও, সুলতানগঞ্জ, নরকাটিয়াগঞ্জ ও ওয়ারসালিগঞ্জ আসনে। অন্যদিকে, সিপিআই ও কংগ্রেস বাচওয়ারা, রাজাপাকড, বিহার শরিফ ও করগড়ে মুখোমুখি হচ্ছে। বিকাশশীল ইনসান পার্টি এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে চেইনপুর আসনে।

কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান বলেন, “আমি কোনোদিন দেখিনি এত বড় একটি জোট নির্বাচন শুরুর আগেই ভেঙে পড়ছে। আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ থাকতেই পারে কিন্তু এখানে তো কতগুলো আসনে সিদ্ধান্তই হয়নি।”

তিনি আরও বলেন, “‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ বলে কিছু নেই। হয় আপনি বন্ধু, নয় প্রতিদ্বন্দ্বী। যদি একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দেন, সমালোচনা করেন, তাহলে অন্য আসনগুলোতেও এর প্রভাব পড়বেই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ সংঘাত বিরোধী ভোটে ভাঙন ধরাতে পারে, যা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জন্য লাভজনক হতে পারে।

অন্যদিকে মহুয়ার আসনে লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব (ব্ল্যাকবোর্ড প্রতীকে) এবং আরজেডি প্রার্থী মুকেশ রৌশন মুখোমুখি লড়াই করবেন। আরজেডি থেকে বহিষ্কৃত হওয়ার পর তেজ প্রতাপ নিজস্ব দল ‘জনশক্তি জনতা দল’ গঠন করেছেন। এই পারিবারিক দ্বন্দ্বও বিহারের নির্বাচনী রাজনীতিকে প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিহারে বিরোধী জোটে মহাজট
Kerala: ভারতের প্রথম 'চরম দারিদ্র্যমুক্ত' রাজ্য হতে চলেছে বাম শাসিত কেরালা, জানাল সরকার
বিহারে বিরোধী জোটে মহাজট
Maharashtra: গুরুকুল প্রধানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার দুই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in