Bihar: দুই কেন্দ্রে ভোটার তালিকায় নাম বিহারের উপমুখ্যমন্ত্রীর, BJP নেতার বিরুদ্ধে সরব তেজস্বী যাদব

People's Reporter: তেজস্বী যাদব জানিয়েছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটি ভোটার কার্ডের নাম্বার এএফএস০৮৫৩৩৪১ ও আইএএফ৩৯৩৯৩৩৭। কার্ড দুটি বাঁকিপুর এবং লক্ষীসরাই বিধানসভা কেন্দ্রের।
বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব
বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব ফাইল ছবি - গ্রাফিক্স - আকাশ
Published on

বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় কুমার সিনহার দুটি ভোটার কার্ড ঘিরে বিতর্ক তুঙ্গে। এই ঘটনার জেরে সাম্প্রতিক এসআইআর ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে বিজেপি বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবারই আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটি ভোটার কার্ড আছে। এরপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় বিহারের উপমুখ্যমন্ত্রীকে। কেন দুটি জেলায় তাঁর দুটি ভোটার কার্ড তার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। পাশপাশি কীভাবেই বা তিনি দুটি জেলাতে আলাদা আলাদা ভোটার কার্ড করিয়েছেন তাও জানতে চেয়েছে কমিশন।

নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক পোষ্টে তেজস্বী যাদব জানান, বিজেপি নেতা ও বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটি ভোটার কার্ডের নাম্বার যথাক্রমে এএফএস০৮৫৩৩৪১ এবং আইএএফ৩৯৩৯৩৩৭। এই দুটি কার্ড যথাক্রমে বাঁকিপুর বিধানসভা কেন্দ্র (১৮২) এবং লক্ষীসরাই বিধানসভা (১৬৮) কেন্দ্রের। রবিবারই কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তাঁর কাছ থেকে আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রসঙ্গত তিনি লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছেন।

তেজস্বী যাদবের করা অভিযোগ অনুসারে, বিজেপি নেতা বিজয় কুমার সিনহার নাম লক্ষীসরাই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার ধারা নম্বর ১-এর অধীনে ২৭৪ ক্রমিক নম্বরে নিবন্ধিত। যেখানে তাঁর নাম বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের ধারা নম্বর ৪-এর ৭৫৭ ক্রমিক নম্বরে নিবন্ধিত।

এই ঘটনায় বিজেপিকে নিশানা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দুটি ভোটার কার্ড সম্পর্কে আরজেডি নেতা বলেন, নির্বাচন কমিশন প্রথমে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছিল। কিন্তু এখন নির্বাচন কমিশনকে বলতে হবে বিহার থেকে এসআইআর করে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তাহলে কেন সেখানে বিজয় কুমার সিনহার নাম বাদ গেল না? হয় পুরো এসআইআর ব্যবস্থাটাই জালিয়াতি অথবা উপমুখ্যমন্ত্রী নিজে জালিয়াত।

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় উপমুখ্যমন্ত্রীর না থাকা প্রসঙ্গে তেজস্বী আরও বলেন, অদ্ভুতভাবে লক্ষীসরাই কেন্দ্রে উপমুখ্যমন্ত্রীর বয়স ৫৭, অথচ বাঁকিপুরে তাঁর বয়স ৬০ বছর।

বিহার কংগ্রেস সভাপতি রাজেশ রাম বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ উঠেছে তা সত্যি। আমরা বারবার বলেছি সম্পূর্ণ এসআইআর ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ এবং পুরোপুরি বিজেপিকে সুবিধা করে দিতে এটা করা হয়েছে।

যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন বিজেপি নেতা বিজয় কুমার সিনহা। তিনি জানিয়েছেন, গত ৫ আগস্ট তিনি বাঁকিপুর কেন্দ্র থেকে তাঁর নাম বাদ দেবার জন্য বিএলও-কে জানিয়েছিলেন। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ওপর তাঁর সম্পূর্ণ আস্থা আছে এবং তিনি সময়ের মধ্যেই কমিশনকে উত্তর দেবেন।

বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব
গণহারে নাম বাদ যেতে দেখলে আদালত হস্তক্ষেপ করবে! SIR মামলায় কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব
SIR বিরোধিতায় নির্বাচন সদন অভিযান ব্যারিকেড করে আটকালো পুলিশ, রাহুল-প্রিয়াঙ্কা সহ বিরোধী সাংসদরা আটক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in