Bharat Jodo Yatra: গত ৮ বছর দেশকে ভাগ করেছে BJP, সেই ক্ষতি পূরণের চেষ্টা করছে কংগ্রেস - রাহুল গান্ধী

গত আট বছরে দেশকে ভাগ করেছে বিজেপি। আর সেই ক্ষতিপূরণের চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। শুক্রবার, ‘ভারত জোড়ো যাত্রা’র তৃতীয় দিনে এভাবেই বিজেপিকে নিশানা করলেন রাহুল গান্ধী।
ভারত জোড়ো যাত্রা চলাকালীন গতকাল সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন রাহুল গান্ধী
ভারত জোড়ো যাত্রা চলাকালীন গতকাল সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন রাহুল গান্ধীছবি অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গত আট বছরে দেশকে ভাগ করেছে বিজেপি। আর সেই ক্ষতিপূরণের চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। শুক্রবার, ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় দিনে এভাবেই বিজেপিকে নিশানা করলেন রাহুল গান্ধী

তামিলনাড়ুর নাগেরকোয়েলে এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘এই যাত্রা নিয়ে আরএসএস-বিজেপি মতামত জানিয়েছে। মতামত জানানোর জন্য তাদের স্বাগত জানাই। কিন্তু, গত আট বছরে দেশকে ভাগ করে বিজেপি যে ক্ষতি করেছে, এই যাত্রার মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করছে কংগ্রেস।’

রাহুল জানান, এই যাত্রায় তিনি একজন অংশগ্রহণকারী। যাত্রার নেতৃত্ব তিনি দিচ্ছেন না।

কংগ্রেস নেতাদের দল ছাড়া নিয়েও এদিন মুখ খোলেন রাহুল। তিনি বলেন, ‘যে সব কংগ্রেস নেতারা দল ছাড়ছেন, তারা চাপের মধ্যে রয়েছেন। কারণ, আমার থেকে বিজেপির কাছে তাদেরকে চাপ দেওয়ার ভাল উপায় আছে। তাঁদের কাছে এজেন্সি আছে।’

অভিযোগের সুরে রাহুল বলেন, দেশে একটি ‘ভিশন’-কে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি জানান, বিরোধী দলগুলিকে নিয়ে জোট বাঁধা আর এই যাত্রা - দুটি আলাদা বিষয়। তবে, দুটি জিনিস একসঙ্গে হলে তা খুবই ভালো হবে।

কংগ্রেস নেতা বলেন, যেখানে দেশের জনগণ সম্প্রীতির সাথে বসবাস করেন, তা হল ভারত। কিন্তু, ধর্মীয় ইস্যু তুলে দেশকে বিভাজিত করা হচ্ছে।

শুধু তাই নয়, এদিন মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়েও সরব হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘যখন মূল্যবৃদ্ধি ও বেকারত্ব চরমে উঠেছে তখন শুধুমাত্র দুই-তিনটি বাণিজ্যিক গোষ্ঠী দেশকে নিয়ন্ত্রণ করছে। আর এই পরিস্থিতি থেকে অন্যত্র নজর ঘোরাতে বিভিন্ন চেষ্টা চালানো হচ্ছে।’

বৃহস্পতিবার, কন্যাকুমারী থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ৩৫৭০ কিলোমিটারের এই যাত্রা ১২ টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে যাবে।

এই যাত্রার আগে, গত বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘এটি (ভারত জোড়ো যাত্রা) ভারতীয় রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।‘

ভারত জোড়ো যাত্রা চলাকালীন গতকাল সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন রাহুল গান্ধী
Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর নেতৃত্বে আজ শুরু হচ্ছে শতাব্দীর 'দীর্ঘতম পদযাত্রা'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in