BBC Documentary: কেন্দ্রের 'মোদী তথ্যচিত্র' নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ - সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ

‘বিবিসি’র তথ্যচিত্রের লিঙ্ক-সহ নিজেদের টুইটবার্তা সরিয়ে (Delete) দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছেন সাংবাদিক এন. রাম ও আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই মামলারও শুনানি হবে আগামী রবিবার।
BBC Documentary: কেন্দ্রের 'মোদী তথ্যচিত্র' নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ - সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

২০০২ সালের ‘গুজরাট হিংসা’ নিয়ে ‘বিবিসি’ (BBC)-র তথ্যচিত্রটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে, সোমবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী এম এল শর্মা (Advocate M.L. Sharma)।

সূত্রের খবর, মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D. Y. Chandrachud) বেঞ্চ। এই মামলার শুনানি শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

আদালত সূত্রের খবর, ‘বিবিসি’র তথ্যচিত্রের লিঙ্ক-সহ নিজেদের টুইটবার্তা সরিয়ে (Delete) দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছেন সাংবাদিক এন. রাম ও আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই মামলারও শুনানি হবে আগামী রবিবার।

জানা যাচ্ছে, আইনজীবী এম এল শর্মার দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ‘গুজরাট হিংসা’র উপর তথ্যচিত্রটি রেকর্ড করেছে বিবিসি এবং তা জনসাধারণের দেখার জন্য প্রকাশ করা হয়েছে। তবে, সত্য প্রকাশের ভয়ে, তথ্যচিত্রটির উপর ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের ১৬ বিধি-তে ভারতে নিষিদ্ধ করা হয়েছে।'

শীর্ষ আদালতের কাছে শর্মা জানিয়েছেন, '২১ জানুয়ারি, ২০২৩ তারিখে মোদী সরকারের এই নিষিদ্ধের আদেশটি বেআইনি, বিকৃত, স্বেচ্ছাচারী এবং অসাংবিধানিক। তাই এই আদেশটি বাতিলের নির্দেশিকা জারি করা উচিত।'

তাঁর আবেদনে প্রশ্ন তোলা হয়েছে, সংবিধানের ১৯ (১) (২) অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকার হল, সংবাদপত্রের স্বাধীনতা। সেই স্বাধীনতা কি কেন্দ্রীয় সরকার খর্ব করতে পারে?

জনস্বার্থ মামলায় আইনজীবী শর্মা বলেছেন যে, 'শীর্ষ আদালতকে সিদ্ধান্ত নিতে হবে যে, সংবিধানের ১৯ (১) (২) ধারার অধীনে ভারতের নাগরিকদের ২০০২ সালে গুজরাট দাঙ্গার খবর, তথ্য এবং প্রতিবেদন দেখার অধিকার আছে কিনা।'

জনস্বার্থ মামলায় (PIL) বলা হয়েছে, 'রাষ্ট্রপতি (President of India) কর্তৃক ভারতের সংবিধানের ৩৫২ অনুচ্ছেদের অধীনে দেশে জরুরি অবস্থা ঘোষণা না করেই কি জরুরি বিধানগুলি কেন্দ্রীয় সরকার আহ্বান করতে পারে?'

জনস্বার্থ মামলায় (PIL) স্পষ্ট দাবি করা হয়েছে যে, 'বিবিসি (BBC)-র তথ্যচিত্রে গুজরাট হিংসা নিয়ে 'নিবন্ধিত তথ্য' রয়েছে, যা আসলে ওই হিংসার ‘প্রমাণ’। এগুলি ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এনে দিতে পারে।'

BBC Documentary: কেন্দ্রের 'মোদী তথ্যচিত্র' নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ - সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ
The Modi Question: গুজরাটে গণহত্যা ও মোদীকে নিয়ে BBC-র তথ্যচিত্র সরালো ইউটিউব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in