Ayodhya: অযোধ্যায় অবৈধ দখলদারদের তালিকায় বিজেপির বর্তমান ও প্রাক্তন বিধায়ক, মেয়র

অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটি (ADA) ৪০ জন অবৈধ দখলদারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম আছে স্থানীয় বিজেপি বিধায়ক বেদ প্রকাশ গুপ্ত, দলের প্রাক্তন বিধায়ক গোরখনাথ এবং মেয়র ঋষিকেশ উপাধ্যায়ের।
অযোধ্যা
অযোধ্যা ছবি অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটির সৌজন্যে

অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটি (ADA) ৪০ জন অবৈধ দখলদারের একটি তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্যযোগ্যভাবে এই তালিকায় নাম আছে স্থানীয় বিজেপি বিধায়ক বেদ প্রকাশ গুপ্ত, দলের প্রাক্তন বিধায়ক গোরখনাথ এবং মেয়র ঋষিকেশ উপাধ্যায়ের।

এই তালিকায় নাম আছে নানহে মিয়াঁ এবং তাঁর ছেলে সুলতান আনসারির। যাদের নামে ২ কোটি টাকার জমি থেকে ১৮ কোটি টাকা আয় করার কথা প্রচারিত হয়েছিল।

এডিএ আধিকারিকদের মতে, তালিকায় নাম থাকা বেশ কিছু ব্যক্তি জমি ও সম্পত্তি বেআইনি বিক্রির সঙ্গেও জড়িত।

রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই অযোধ্যা ও সংলগ্ন অঞ্চলে জমির বেআইনি প্লটিং চক্র ও অবৈধ উপনিবেশ গড়ে উঠেছে।

এর আগে বিজেপি সাংসদ লাল্লু সিং রাজ্যর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে এই অবৈধ প্লটিং চক্র এবং বেআইনি কলোনির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এবং সিট তৈরি করে তদন্তের দাবি করেছিলেন। যে ঘটনার পর সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল।

সূত্র অনুসারে, এই বিষয়ে রাজস্ব বিভাগ থেকে একটি তালিকাও পাঠানো হয়েছে।

ADA ভাইস-চেয়ারম্যান বিশাল সিং জানিয়েছেন, তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অযোধ্যা
Ram Temple: ২০ লাখে জমি কিনে ২.৫ কোটিতে বিক্রি - মন্দির ট্রাষ্টি, BJP বিধায়কের বিরুদ্ধে অভিযোগ সাধুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in