
অঙ্গনওয়াড়ি সুবিধাভোগীদের জন্য মুখ শনাক্তকরণ প্রমাণীকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দলের অভিযোগ, সরকার সমাজকল্যাণের পরিবর্তে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে প্রক্রিয়াগতভাবে বাদ দেওয়ার জন্য প্রযুক্তির অপব্যবহার করছে।
কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এক বিবৃতিতে বলেন, "ডিজিটাল ইন্ডিয়া ক্ষমতায়নের হাতিয়ার হওয়া উচিত, ক্ষমতাচ্যুত করার নয়। এটি যেন 'প্রিচ ইনক্লুশন, প্র্যাকটিস এক্সক্লুশন (PIPE)' বাস্তবতা হয়ে না দাঁড়ায়।"
উল্লেখ্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে, ১ জুলাই ২০২৫ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের উপস্থিতি ও রেশন বিতরণ প্রক্রিয়ায় মুখ শনাক্তকরণ বাধ্যতামূলক করা হবে। এরপর ১ আগস্ট থেকে নতুন সুবিধাভোগীদের নাম নিবন্ধের সময়ও এই প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
জয়রাম রমেশ অভিযোগ করেন, “আগে আধার বাধ্যতামূলক করে কোটি কোটি শ্রমিককে MGNREGA থেকে বঞ্চিত করা হয়েছে। এখন মুখ শনাক্তকরণ প্রযুক্তির (FRT) মাধ্যমে গর্ভবতী মহিলাদের অধিকার খর্ব করা হচ্ছে।”
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় Aadhaar-based Payment System (ABPS) প্রবর্তনের ফলে সুবিধাভোগীর সংখ্যা কমেছে। ২০১৯-২০ সালে যেখানে সুবিধাভোগীর সংখ্যা ছিল ৯৬ লক্ষ, ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৭ লক্ষে।
POSHAN ট্র্যাকার অ্যাপে ইতিমধ্যেই এই মুখ শনাক্তকরণ সুবিধা যুক্ত হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা নিজেরা প্রোফাইল আপডেট এবং ছবি তুলে নিবন্ধ করতে পারবেন। তবে ০-৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকের আধারের মাধ্যমে কাজ হয়ে যায়। তবে ৩-৬ বছর বয়সীদের ছবি তুলতে হবে।
সরকারের দাবি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে, তবে কংগ্রেসের মতে এই পদক্ষেপ সামাজিক বঞ্চনার নতুন রূপ।