RBI: মে মাস থেকে বাড়ল এটিএমে টাকা তোলার খরচ! নির্দেশিকা জারি আরবিআই-এর

People's Reporter: ২০২২ সালে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথম চার্জ বসিয়েছিল আরবিআই। তখন করা হয়েছিল ২১ টাকা। তারপর থেকে আর পরিবর্তন করেনি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

বাড়ল এটিএম থেকে টাকা তোলার খরচ। ১ মে থেকে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশিকা দিয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে যখনই টাকা তুলবে তখনই বাড়তি চার্জ দিতে হবে, তেমন নয়।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নিখরচায় টাকা তোলার সময়সীমা অতিক্রম করলে গ্রাহককে প্রতি বার অতিরিক্ত দু’টাকা করে দিতে হবে। অর্থাৎ এতদিন এটিএম চার্জ ছিল ২১ টাকা। ১ মে থেকে সেটা বেড়ে হল ২৩ টাকা।

তবে গ্রাহকেরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচ বার টাকা তোলার সুযোগ পাবেন। এতে কোনও চার্জ লাগবে না। এছাড়া মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার নিখরচায় টাকা তুলতে পারবেন। এবং মেট্রো শহর ছাড়া অন্যান্য জায়গায় পাঁচ বার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।

২০২২ সালে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথম চার্জ বসিয়েছিল আরবিআই। তখন করা হয়েছিল ২১ টাকা। তারপর থেকে আর পরিবর্তন করেনি। চলতি বছর মে মাস থেকে চার্জ বাড়ানো হল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনসিপিআই) –এর সুপারিশের পর আরবিআই –এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে আরবিআই–এর এই পদক্ষেপের ফলে ছোটো ব্যাঙ্কগুলির গ্রাহকদের উপর বেশি চাপ পড়বে বলে মত আর্থিক বিশ্লেষকদের। কারণ ছোট ব্যাঙ্কের এটিএমের সংখ্যা কম। সে কারণে তাদের নির্ভর করতে হয় বড় ব্যাঙ্কের এটিএমের উপর। যার ফলে গ্রাহকদের খরচ বাড়তে চলেছে।  

প্রতীকী ছবি
IndusInd Bank: হিসেব মিলছে না ১,৯৬০ কোটি টাকার, ইস্তফা দিলেন ইন্দাসইন্দ ব্যাঙ্কের CEO

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in