

বাড়ল এটিএম থেকে টাকা তোলার খরচ। ১ মে থেকে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশিকা দিয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে যখনই টাকা তুলবে তখনই বাড়তি চার্জ দিতে হবে, তেমন নয়।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নিখরচায় টাকা তোলার সময়সীমা অতিক্রম করলে গ্রাহককে প্রতি বার অতিরিক্ত দু’টাকা করে দিতে হবে। অর্থাৎ এতদিন এটিএম চার্জ ছিল ২১ টাকা। ১ মে থেকে সেটা বেড়ে হল ২৩ টাকা।
তবে গ্রাহকেরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচ বার টাকা তোলার সুযোগ পাবেন। এতে কোনও চার্জ লাগবে না। এছাড়া মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার নিখরচায় টাকা তুলতে পারবেন। এবং মেট্রো শহর ছাড়া অন্যান্য জায়গায় পাঁচ বার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে আরবিআই।
২০২২ সালে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথম চার্জ বসিয়েছিল আরবিআই। তখন করা হয়েছিল ২১ টাকা। তারপর থেকে আর পরিবর্তন করেনি। চলতি বছর মে মাস থেকে চার্জ বাড়ানো হল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনসিপিআই) –এর সুপারিশের পর আরবিআই –এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে আরবিআই–এর এই পদক্ষেপের ফলে ছোটো ব্যাঙ্কগুলির গ্রাহকদের উপর বেশি চাপ পড়বে বলে মত আর্থিক বিশ্লেষকদের। কারণ ছোট ব্যাঙ্কের এটিএমের সংখ্যা কম। সে কারণে তাদের নির্ভর করতে হয় বড় ব্যাঙ্কের এটিএমের উপর। যার ফলে গ্রাহকদের খরচ বাড়তে চলেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন