
আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস। বৃহস্পতিবার ১ মে কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এক মহিলা সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো এফআইআর দায়ের করা হয়নি।
আসাম প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময় গত ২৮ এপ্রিল বিজেপি নেতা বিশ্ব শর্মা ওই মন্তব্য করেন। তাঁর এই অভিযোগের পরেই গতকাল আসাম জুড়ে বিভিন্ন জেলার সদর শহর সহ একাধিক পুলিশ থানায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
কংগ্রেসের অভিযোগ, হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বক্তব্যে যে সময়ের নিয়োগ সম্পর্কে অভিযোগ এনেছেন সেই সময় তিনিও তরুণ গগৈ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেক্ষেত্রে এই অভিযোগের দায় বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ওপরেও সমানভাবে বর্তায়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে বুধবার, কংগ্রেসের পক্ষ থেকে মহিলাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তাঁর কুশপুত্তলিকা দাহ করে এবং বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় মহিলা কমিশনকে (এনসিডব্লিউ) চিঠি দেয়।
আসাম কংগ্রেস মুখপাত্র মোনালিসা বড়ুয়া হাজারিকা জানিয়েছেন, “জেলা কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাঁদের স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অসমীয়া মহিলাদের চরিত্রকে অপমান করে এমন মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর নিন্দা করেছেন।”
গুয়াহাটির দিসপুর থানায় অভিযোগ দায়ের করার সময়, মহানগর জেলা কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র শর্মা সাংবাদিকদের বলেন, “আসামের মহিলাদের সতীত্বের উপর সন্দেহ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য গভীরভাবে পশ্চাদমুখী এবং ঘৃণ্য মানসিকতার প্রতিফলন ঘটায়।” তিনি আরও অভিযোগ করেন যে কংগ্রেস শাসনকালে মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রীর “সন্দেহ” এবং “অন্যায়” গুরুতর সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
পঞ্চায়েত নির্বাচনী প্রচারে এক জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২০১৩ এবং ২০১৪ সালে আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) পরীক্ষায় অনিয়মের বিষয়ে বিচারপতি (অবসরপ্রাপ্ত) বিপ্লব কুমার শর্মা কমিশনের রিপোর্ট থেকে এক সাক্ষীর বক্তব্য উল্লেখ করেন। তিনি বলেন যে, সাক্ষীর বক্তব্যে বলা হয়েছে যে কংগ্রেস শাসনকালে চাকরি পেতে মহিলাদের "ভুল পথ অবলম্বন করতে হয়েছিল"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন