

মুম্বাই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তের জন্য ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা প্রবীণ দারেকারের বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বাই পুলিশ। আম আদমি পার্টির (AAP) রাজ্য সাধারণ সম্পাদক ধনঞ্জয় শিন্ডের অভিযোগের ভিত্তিতে ১৪ মার্চ এমআরএ মার্গ থানা দারেকারকে তলব করেছে।
শিন্ডে অভিযোগ করেছেন যে, বিজেপি নেতা শ্রম বিভাগে পরিচালক হিসাবে কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শ্রমিক হিসাবে ভুয়ো পরিচয় দিয়েছিলেন। তিনি আরও বলেন, যে প্রবীণ দারেকারে মুম্বাই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক (MDCCB)-র দুই মেয়াদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপরে মহারাষ্ট্র সমবায় বিভাগ তদন্তের নির্দেশ দেয় এবং ২০২২ সালের জানুয়ারিতে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
শিন্ডের অভিযোগ, প্রবীণ দারেকারের আমলেই MDCCB-এর তহবিলের প্রায় ২০০০ কোটি টাকার অপব্যবহার হয়েছে। সেই সময় বিরোধী দলের নেতারা তাঁর পদত্যাগ চেয়েছিলেন। AAP ছাড়াও, শিবসেনা নেতা কিশোর তিওয়ারি ২০২১ সালের সেপ্টেম্বরে দারেকারের বিরুদ্ধে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও ধারাবাহিকভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রবীণ দারেকারে।
-With IANS inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন