
আচমকাই ইস্তফা দিলেন গুজরাট সরকারের সকল মন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তাঁরা। গোটা মন্ত্রিসভা নতুন করে গঠন করা হবে বলে জানা গেছে। প্রায় সাত থেকে দশজন মন্ত্রীকে বহাল রাখার সম্ভাবনা রয়েছে, বাকি পদগুলিতে নতুন মুখ নিয়োগ করা হবে। পুনঃনির্বাচিতদের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠানো হবে না বলে জানা গেছে।
বর্তমান মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলই দায়িত্ব পালন করছেন। তবে তিনিও ইস্তফা দেবেন বলে জানা গেছে। আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতের সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি বলে আশা করা হচ্ছে।
শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নতুন গুজরাট মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমান গুজরাট মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ১৬। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় ২৬ জন সদস্য থাকবেন।
দলীয় সূত্র জানিয়েছে, তরুণ এবং অভিজ্ঞ নেতাদের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। তবে এ পর্যায়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের গদি অক্ষত থাকবে বলেই জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভূপেন্দ্র প্যাটেলের বাসভবনে একটি বৈঠক হয়, যেখানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনশল উপস্থিত ছিলেন। সেখানেই নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, এরপর গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা নেতৃত্বের সিদ্ধান্ত মন্ত্রীদের কাছে পৌঁছে দিয়েছেন।
২০২৭ সালের শেষের দিকে গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে মন্ত্রিসভার খোলনলচে বদলে দিয়ে জনগণকে কী বার্তা দিতে চাইছে বিজেপি? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন