রামনামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন! রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নয়া উদ্যোগ রেলের

People's Reporter: দেশে এই তালিকায় সর্বপ্রথমে রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এই দুই স্টেশনে যথাক্রমে ৫৫ ও ৫৪ টি স্টেশন আছে, যেগুলির নামের সাথে রাম নামের ছোঁয়া আছে।
রামনামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন! রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নয়া উদ্যোগ রেলের
Published on

স্টেশনের নামের সঙ্গে রাম নামের ছোঁয়া থাকলেই হল, রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে আলোয় সাজানো হবে স্টেশনগুলি। ভারতীয় রেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতবেদন অনুযায়ী, সারা দেশের মধ্যে এমন ৩৪৩ টি স্টেশনের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, দেশে এই তালিকায় সর্বপ্রথমে রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এই দুই স্টেশনে যথাক্রমে ৫৫ ও ৫৪ টি স্টেশন আছে, যেগুলির নামের সাথে রাম নামের ছোঁয়া আছে। বিহার এই তালিকায় আছে তৃতীয় স্থানে।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা এই ৩৪৩ টি স্টেশনগুলি রামের সাথে ভারতের সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে। অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরম, কর্ণাটকের রামাগিরি, তেলেঙ্গানার রামাগুন্ডম এবং রামাকিস্তাপুরম, কর্ণাটকের রামানগরাম, তেলেঙ্গানার রামান্নাপেট, অন্ধ্র প্রদেশের রামাপুরম এবং এই ধরনের নাম থাকা আরও অনেক স্টেশনকে ভারতীয় রেলের তরফে থেকে বেছে নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশেরও বহু স্টেশন রয়েছে যেগুলির মধ্যে রামনামের ছোঁয়া রয়েছে। যেমন রামচন্দ্রপুর, রামগঞ্জ, রামচৌরা রোড ইত্যাদি। প্রতিবেদন অনুযায়ী, ওই সমস্ত স্টেশনগুলিকে আলোকিত করা হবে।

অন্যদিকে, প্রতিবেদন অনুযায়ী আরও জানা গেছে, অযোধ্যার রামমন্দির দর্শণে যাওয়া পুণ্যার্থীদের জন্য ‘আস্থা স্পেশাল’ ট্রেনও চালু করা হবে। এই বিশেষ ট্রেনগুলি নির্দিষ্ট কিছু স্টেশন ব্যতীত অন্য কোনও স্টেশনে দাঁড়াবে না বলে জানা গেছে প্রতিবেদনে। পাশপাশি, আরও জানা গেছে, যাওয়ার টিকিট কাটার সময় ওর সাথেই ফেরার টিকিট কাটতে হবে। অর্থাৎ কেউ এই বিশেষ ট্রেনে অযোধ্যা গেলে, তাঁকে এই ট্রেনেই ফিরতে হবে।

এখনও পর্যন্ত দিনক্ষণ জানা না গেলেও, প্রতিবেদন অনুসারে, ভারতীয় রেলের তরফ থেকে শীঘ্রই সারা দেশে এমন ২০০ টিরও বেশি আস্থা ট্রেন চালু করা হবে। পরে আরও এক হাজারটি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে।

রামনামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন! রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নয়া উদ্যোগ রেলের
Ram Rahim: ফের প্যারোল মঞ্জুর ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমের! ৪ বছরে ৯ বার জেল-মুক্তি ডেরা প্রধানের
রামনামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন! রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নয়া উদ্যোগ রেলের
Bilkis Bano Case: বিলকিসের ধর্ষকদের সুপ্রিম ধাক্কা! নির্ধারিত সময়ের মধ্যেই জেলে ফিরতে হবে ১১ দোষীকেই
রামনামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন! রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নয়া উদ্যোগ রেলের
Primary Teacher: হুগলিতে হইচই! মৃতদেরও নিয়োগপত্র! প্রাথমিকে চাকরি পেলেন ৬২ জন ষাটোর্দ্ধ ব্যক্তিও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in