
'অপারেশন সিঁদুর'-এর পর বৃহস্পতিবার প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে সভা রয়েছে তাঁর। সূত্রের খবর, উত্তরবঙ্গের দুই জেলার জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এদিন। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এটাকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। ফলে মোদীর এই বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। তবে অনুপ্রেবশ রুখতে মোদী কোনও পদক্ষেপের কথা বলেন কিনা, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রওনা দেবেন সিকিমের উদ্দেশ্যে। দু'দিকে চিন পরিবেষ্টিত এই পাহাড়ি রাজ্যটি ভারতভুক্তির ৫০ বছর উৎযাপন করছে। সেই সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যেই সিকিম যাত্রা মোদীর। সে রাজ্যেও একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনও করবেন।
এরপরেই হেলিকপ্টারে করে পৌঁছোবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দুপুর ২টো নাগাদ মোদীর আলিপুরদুয়ারে পৌঁছানোর কথা। প্রথমে যাবেন প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক মঞ্চে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানাচ্ছে, ১,০১০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার বন্দোবস্ত হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি হবে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে।
দুপুর ৩টে নাগাদ মোদী পৌঁছাবেন জনসভার মঞ্চে বক্তৃতা রাখতে। 'অপারেশন সিঁদুর'-এর পর এই প্রথম বঙ্গ সফর মোদীর। পাশাপাশি বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এছাড়া রাজ্যে অনুপ্রবেশকারিদের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে মোদীর ভাষণের দিকে চোখ রয়েছে উত্তরবঙ্গের বিজেপি কর্মীদের। উত্তরবঙ্গের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কোনও বার্তা থাকে কি না, সেদিকেও রয়েছে নজর।
অন্যদিকে, সম্প্রতি চিকেন’স নেক এবং অন্য পাশে ‘সেভেন সিস্টার্স’ ভারতের এই দু’টি ভূভাগের কথা কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের মুখে বার বার শোনা যাচ্ছে। বৃহস্পতিবার দিনভর মোদীর হেলিকপ্টার নেপাল, চিন, ভুটান এবং বাংলাদেশের মাঝে ত্রিভুজাকার যাত্রাপথে চক্কর দেবে। এদিনের সফরসূচিতে সেই ছবিও তুলে ধরা হবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন