রাশ্মিকা-ক্যাটরিনার পর এবার কাজলের Deepfake ভিডিও ভাইরাল! উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

People's Reporter: ডিপফেক ভিডিও বানানো ও প্রচারের জন্য সংশ্লিষ্ট ধৃত ব্যক্তির ১ লক্ষ টাকার মোটা জরিমানা ও ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
কাজলের Deepfake ভিডিও ভাইরাল
কাজলের Deepfake ভিডিও ভাইরালফাইল চিত্র

রাশ্মিকা মান্দানা ও ক্যাটরিনা ক্যাইফের পর এবার ভাইরাল হল অভিনেত্রী কাজলের ডিপফেক ভিডিও। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো অভিনেত্রীর ওই কৃত্রিম ভিডিও। পরপর তিন জনপ্রিয় অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ায় এবার শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক সম্মেলনে এই ডিপফেক ভিডিওকে ‘বড় উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেন নমো।

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বর্তমানে একজনের শরীরে অন্যজনের মুখ বা একজনের মুখের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে অন্যজনের শরীর। এভাবেই তৈরি হচ্ছে জনপ্রিয় অভিনেত্রীদের ‘ডিপফেক’ ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব ভিডিও অশালীন ও কুরুচিকর হয়ে উঠছে। এর আগে দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও অভিনেত্রী ক্যাটরিনা ক্যাইফেরও ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বলিউডের ‘বিগ বি’ অমিতাভ-সহ একাধিক অভিনেতাও এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন।

শুক্রবার সকাল থেকে অভিনেত্রী কাজলেরও একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কাজলকে ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করতে দেখা গিয়েছে। কিন্তু ইন্টারনেটের ফ্যাক্টচেকিং বা তথ্যসন্ধানী সংস্থাগুলি ওই ভিডিও পরীক্ষা করে ভিডিওটিকে ‘ভুয়ো’ বলে দাবি করে। ওই ভিডিও আসলে এক টিকটক তারকার বলেই জানা গিয়েছে। তার পোস্ট করা ভিডিওর সঙ্গেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বসিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রী কাজলের মুখ।

এবার দেশের প্রধানমন্ত্রীও এই ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। এদিন দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দিওয়ালি মিলন উৎসবে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নমো জানান, “সম্প্রতি আমি একটি ভিডিও দেখলাম যেখানে আমি একটি গরবা গান গাইছি। অনলাইনে এখন এইধরনের প্রচুর ভিডিও রয়েছে। আমাদের হাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো উন্নত প্রযুক্তি রয়েছে। কিন্তু আমাদের উচিত সেই প্রযুক্তি দায়িত্ববোধের সঙ্গে ব্যবহার করা।”

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “কেউ যাতে এই প্রযুক্তির অপব্যবহার না করে। তার জন্য এই বিষয় নিয়ে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন।” গত সপ্তাহেই কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, এইধরণের ডিপফেক ভিডিও বানানো ও প্রচারের জন্য সংশ্লিষ্ট ধৃত ব্যক্তির ১ লক্ষ টাকার মোটা জরিমানা ও ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।   

কাজলের Deepfake ভিডিও ভাইরাল
সমাজমাধ্যমে ভাইরাল অভিনেত্রী রাশ্মিকার ডিপফেক ভিডিও! ‘কড়া আইনি পদক্ষেপ' চেয়ে সরব অমিতাভ বচ্চনও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in