Aaryan Khan: কর্ডেলিয়া ক্রুইজ কান্ডের মূল সাক্ষী প্রভাকর সেল-এর মৃত্যু

আচমকাই মৃত্যু হল আরিয়ান খান মাদক মামলার অন্যতম প্রধান সাক্ষী প্রভাকর সেল-এর। গত অক্টোবরে কর্ডেলিয়া ক্রুজে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিযানের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন প্রভাকর।
প্রভাকর সেল ও কে পি গোসাভি
প্রভাকর সেল ও কে পি গোসাভি ফাইল ছবি সংগৃহীত

আচমকাই মৃত্যু হল আরিয়ান খান মাদক মামলার অন্যতম প্রধান সাক্ষী প্রভাকর সেল-এর। গত অক্টোবরে কর্ডেলিয়া ক্রুজ জাহাজে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিযানের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন প্রভাকর। তাঁর আইনজীবী তুষার খান্ডারের বক্তব্য অনুসারে, গতকাল মধ্য ৪০-এর প্রভাকর তাঁর চেম্বুরের মহুলের বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন।

গত বছরের ২ রা অক্টোবর ক্রুজার কান্ডের পরপরই প্রভাকর সেল বিভিন্ন অনিয়মের জন্য তৎকালীন এনসিবি মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে অভিযুক্ত করেন। প্রভাকরের অভিযোগ অনুসারে বলিউড অভিনেতা শাহরুখ খানের কাছ থেকে তোলাবাজির অভিযোগ করা হয়। ওইদিনের ঘটনায় বলিউড তারকার ছেলে আরিয়ানকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।

আরিয়ান খান ছাড়াও, সেদিনের ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছিল। এই ঘটনার একজন স্বাধীন সাক্ষী এবং ভারতীয় জনতা পার্টির কর্মী কে পি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন প্রভাকর সেল। যিনি সেদিনের অভিযান এবং কে পি গোসাভির ভূমিকা নিয়ে গুরুতর কিছু প্রশ্ন তোলেন।

ঘটনাক্রমে, সেলের দাবি এবং পরে মন্ত্রী নবাব মালিকের করা একাধিক তথ্য প্রকাশের পরে গোসাভির বিরুদ্ধে অভিযোগ দানা বাঁধে। এরপরেই অন্য এক প্রতারণার মামলায় পুনে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

- with inputs from IANS

প্রভাকর সেল ও কে পি গোসাভি
Mumbai Drug Case: মুক্তিপণের জন্য আরিয়ান খানকে ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছিলো - নবাব মালিক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in