Farmers Protest: টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেওয়া ৩ মহিলাকে পিষে দিল ট্রাক

পাঞ্জাবের থেকে কৃষক আন্দোলনে যোগ দিতে এসেছিলেন ওই তিন মহিলা। অটো ধরার জন্য আন্দোলনস্থলের কাছেই ডিভাইডারে বসেছিলেন তাঁরা। তখনই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে।
Farmers Protest: টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেওয়া ৩ মহিলাকে পিষে দিল ট্রাক
প্রতীকী ছবি
Published on

দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তে কৃষকদের আন্দোলনে যোগ দেওয়া তিন মহিলাকে পিষে দিল দ্রুতগামী একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। আর একজনের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে টিকরি সীমান্তে।

পাঞ্জাবের মানসা জেলা থেকে কৃষকদের আন্দোলনে যোগ দিতে এসেছিলেন ওই তিন মহিলা। বুধবার বাড়ি ফেরার কথা তাঁদের। অটো ধরার জন্য আন্দোলনস্থলের কাছেই ডিভাইডারে বসেছিলেন তাঁরা। তখনই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে এবং ট্রাকের তলায় চাপা পড়ে যান মহিলারা। ডিভাইডারে থাকা আরো তিনজনের আঘাত লেগেছে বলে জানা গেছে।

ঘাতক ট্রাকের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গত ১১ মাস ধরে দিল্লির অন্যান্য সীমান্তের মতো টিকরি সীমান্তেও তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন।

Farmers Protest: টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেওয়া ৩ মহিলাকে পিষে দিল ট্রাক
Farmers Protest: কৃষক আন্দোলনের সমর্থনে সুর চওড়া হচ্ছে বিজেপির অন্দরেই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in