৬ বছরের উদয় আর নেই, এক মাসের মধ্যে আরও এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

রবিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে চিতাটি। উদয় মারা যাওয়ার ফলে ২০টি চিতার মধ্যে এখন রয়েছে ১৮টি।
৬ বছরের উদয় আর নেই, এক মাসের মধ্যে আরও এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে
ছবি - প্রতীকী
Published on

আরও এক চিতার মৃত্যু হলো মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। এই নিয়ে একমাসের মধ্যে দুটো। রবিবার প্রাণ হারিয়েছে উদয় নামের এক চিতা। ফলে ২০টি চিতার মধ্যে এখন ১৮টি রয়েছে। পরপর চিতার মৃত্যুতে চিন্তায় রয়েছে বনদপ্তরের আধিকারিকরা।

দু'মাস আগে দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকটি চিতা ভারতে আনা হয়েছিল। রবিবার মৃত্যু হওয়া চিতাটির বয়স ছয় বছর। তার নাম ছিল উদয়। রবিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে চিতাটি।

আধিকারিকরা জানান, রোজই চিতাদের চেক-আপ করা হয়। রবিবারও দৈনিক চেক-আপ করা হয়। কিন্তু উদয়কে কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। পরে তাকে শান্ত করে প্রথম দফার চিকিৎসা করা হয়। পরে বড় জায়গা থেকে বের করে আনা হয়। বিকেল ৪টের সময় প্রাণ হারায় চিতাটি। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এর আগে গত ২৭ মার্চ আরও একটি চিতা মারা গিয়েছিল। তার বয়স ছিল ৫ বছর। কিডনিতে ইনফেকশনের কারণে মৃত্যু হয়েছিল চিতাটির। তাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল।

গত বছর নরেন্দ্র মোদী নিজের জন্মদিনে নামিবিয়া থেকে ৮টি চিতা কুনো জাতীয় উদ্যানে এনে ছেড়েছিলেন। পরে আরও ১২টি চিতা আনা হয়ে। যার মধ্যে সাতটি পুরুষ ও ৫টি মহিলা চিতা ছিল। ওই অঞ্চলে পর্যটন শিল্পকে উন্নত করার লক্ষ্যে চিতাগুলিকে আনা হচ্ছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২-১৪টি চিতা আনার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। দুই দেশের মধ্যে চুক্তিও হয়েছে। চিতার সংখ্যা যাতে আরও বাড়ে সেই জন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রজননে সক্ষম এমন চিতাই বেশি আনা হবে বলে জানা যাচ্ছে।

৬ বছরের উদয় আর নেই, এক মাসের মধ্যে আরও এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে
চিতা এসে অবস্থা বদলাবে না, দারিদ্র্য ও অপুষ্টির সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে - মত কুনোর অধিবাসীদের
৬ বছরের উদয় আর নেই, এক মাসের মধ্যে আরও এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে
BJP সাংসদের বিরুদ্ধে FIR নিচ্ছে না দিল্লি পুলিশ! ফের যন্তর মন্তরে ধর্না মহিলা কুস্তিগীরদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in