BJP MP: সংসদে মদ নিয়ে হাজির দিল্লির বিজেপি সাংসদ, জানেন কেন?

লোকসভায় মদের প‍্যাকেট এবং গ্লাস নিয়ে হাজির হলেন বিজেপি সাংসদ পরবেশ সহিব সিং বর্মা। মহামারীর সময় দিল্লি সরকারের আচরণের প্রতিবাদ জানাতে অদ্ভুত এই উপায় অবলম্বন করেছেন তিনি বলে দাবি বিজেপি নেতার।
সংসদে মদ হাতে বিজেপি সাংসদ
সংসদে মদ হাতে বিজেপি সাংসদছবি সৌজন্যে ভিডিওর স্ক্রিনশট

লোকসভায় মদের প‍্যাকেট এবং গ্লাস নিয়ে হাজির হলেন বিজেপি সাংসদ পরবেশ সহিব সিং বর্মা। মহামারীর সময় দিল্লি সরকারের আচরণের প্রতিবাদ জানাতে অদ্ভুত এই উপায় অবলম্বন করেছেন তিনি বলে দাবি বিজেপি নেতার।

সোমবার পশ্চিম দিল্লির সাংসদ পরবেশ বর্মা জানিয়েছেন, "করোনার সময় যখন প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, দিল্লি সরকার কেন্দ্রশাসিত অঞ্চলে অ‍্যালকোহলের ব‍্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি নতুন আবগারি নীতি তৈরি করতে ব‍্যস্ত ছিল।"

তাঁর অভিযোগ, "৮২৪টি নতুন মদের দোকান খোলা হয়েছে। আবাসিক এলাকা, কলোনি, গ্রাম, নন-কনফার্মিং জোনে মদের দোকান খুলছে লোকেরা। রাত ৩টে পর্যন্ত মদের দোকান খোলা রাখার ছাড়পত্র দেওয়া হয়েছে। মহিলারা রাত ৩টে পর্যন্ত পান করলে ডিসকাউন্ট দেওয়া হবে তাদের। মদ পানের বয়সসীমাও ২৫ থেকে কমিয়ে একুশে নামিয়ে আনা হয়েছে।"

বিজেপি সাংসদ বলেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সর্বাধিক রাজস্ব উপার্জন করার লক্ষ্যে এগুলো করেছেন যাতে নিজের নির্বাচনী প্রচারে তিনি অর্থ‌ ব‍্যয় করতে পারেন। ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁর দল অংশ নেবে এবং তিনি নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন। পাঞ্জাবে গিয়ে তিনি বলছেন তাঁর সরকার তৈরি হলে মদ সংস্কৃতির অবসান ঘটাবেন। অথচ অন‍্যদিকে দিল্লিতে মদের ব‍্যবহার বাড়াচ্ছেন তিনি।"

সংসদে মদ হাতে বিজেপি সাংসদ
BJP: UPSC-তে ১৯ র‍্যাঙ্ক করেছিলাম - দাবি করে চূড়ান্ত ট্রোলড সম্বিত পাত্র, বাধ্য হয়ে দিলেন 'সাফাই'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in