

ফের একবার নির্মম ঘটনার সাক্ষী থাকল যোগীর উত্তরপ্রদেশ। বকেয়া মাইনে চাওয়াতে নাক কেটে দেওয়া হল এক ঠিকা শ্রমিকের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালৌন জেলায়। নিজের পাওনা টাকা চাওয়াই যেন অপরাধ হয়ে দাঁড়াল আক্রান্ত জনমেশের কাছে।
তিনি এও বলেন, আমি উঠে দাঁড়াতে গেলে মালিক একটি ছুরি বের করে আমার নাক কেটে দেয়। এর সাথে আরও ভয়ঙ্কর পরিণতিরও হুমকি দেয় সে।
ঐ জেলার পুলিশ সুপার রবি কুমার জানিয়েছেন, ‘জনমেশ ৩৫ বছর বয়সী লালুর খামারে কাজ করতেন। অভিযুক্ত লালু পলাতক। আমরা মামলাটি গুরুত্ব সহকারে দেখছি। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। মামলা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। খুব দ্রুত লালুকে গ্রেপ্তার করা হবে।’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন