

উত্তরপ্রদেশে ৮টি রেল স্টেশনের নাম পরিবর্তন করল উত্তর রেলের লখনউ শাখা। যা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
মঙ্গলবার উত্তর রেলের লখনউ রেলওয়ে বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে। যেখানে ৮টি রেল স্টেশনের নাম পরিবর্তনের উল্লেখ রয়েছে।
বাণী স্টেশনের (BANI) নাম পরিবর্তিত হয়ে রাখা হয়েছে স্বামী পরমহংস (SWPS)।
ওয়ারিশগঞ্জ হল্টের (WGJ) নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমর শহিদ ভালে সুলতান (ASBS)।
নিহালগড় রেল স্টেশনের (NHH) পরিবর্তে হয়েছে মহারাজা বিজলি পাসি (MBLP)।
মিসরৌলি স্টেশনের (MFL) নতুন নাম হয়েছে মা কালিকান ধাম (MKDM)।
আকবরগঞ্জের (AKJ) নামের বদলে রাখা হয়েছে মা অহর্ব ভবানী ধাম (MABM)।
ফুরসাতগঞ্জ রেলওয়ে স্টেশনের (FTG) নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ ধাম (THWM)।
জয়স রেল স্টেশনের (JAIS) নতুন নাম হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম (GUGD)।
কাসিমপুর হল্ট স্টেশনের (KCJ) নাম হয়েছে জয়স সিটি (JAIC)।
এই নাম পরিবর্তনের বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এক্স মাধ্যমে তিনি লেখেন, 'বিজেপি সরকারের কাছে অনুরোধ করছি যে শুধুমাত্র রেল স্টেশনগুলির নাম পরিবর্তন নয়, তাদের পরিকাঠামোও বদলে ফেলুক। আর নাম পরিবর্তন করার পরে যখন অবসর সময় পাবেন তখন রেল দুর্ঘটনা প্রতিরোধ করার জন্যও একটু ভাববেন'।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে রেল স্টেশনের নাম বা কোনও স্থানের নাম পরিবর্তন এই নতুন নয়। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার উত্তরপ্রদেশের একাধিক জনপ্রিয় জায়গার নাম বদল করেছে। মোঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে। ২০১৯ সালের কুম্ভ মেলার ঠিক আগে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়।
একই ভাবে ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় রানি লক্ষ্মী বাঈ। ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় অয্যোধা। গত বছর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাস হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন