

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার এক বাজি কারখানা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আট জনের। আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকালে কৃষ্ণগিরি জেলার পাঝয়পেট্টাই অঞ্চলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শনিবারও ওই কারখানায় শ্রমিকরা কাজে এসেছিলেন। কাজ চলতে চলতে হঠাৎই তীব্র আওয়াজ হয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ভেঙে পড়ে। পাশে থাকা একটি হোটেলও ধূলিসাৎ হয়ে যায়। বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে কারখানার দেওয়াল ভেঙে যায়। অনেকেই সেই দেওয়ালের নীচে চাপা পড়েন। দ্রুত উদ্ধার কাজ চালানো হয়। ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি কারখানা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাঁদের। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্য করতে এগিয়ে আসেন।
কৃষ্ণগিরি জেলার জেলাশাসক জানিয়েছেন, বাজি থেকে বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেককে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনও জানা সম্ভব হয়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন