Gujarat: ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত ৬ শ্রমিক, গুরুতর অসুস্থ ২০

রাসায়নিক ট‍্যাঙ্কার থেকে গ‍্যাস লিক করে কমপক্ষে ৬ শ্রমিকের মৃত্যু হলো। অসুস্থ হয়েছেন আরও ২০ জন। অসুস্থরা এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন।
গুজরাটে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৬ শ্রমিক
গুজরাটে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৬ শ্রমিকছবি প্রতীকী সংগৃহীত
Published on

কারখানার রাসায়নিক ট‍্যাঙ্কার থেকে গ‍্যাস লিক করে কমপক্ষে ৬ শ্রমিকের মৃত্যু হলো। অসুস্থ হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ গুজরাটের সুরাটে এই দুর্ঘটনা ঘটে।

সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনচার্জ চিফ ফায়ার অফিসার বসন্ত পারিক জানিয়েছে, ভোর ৪.২৫ নাগাদ তাঁদের কাছে খবর আসে যে সচিন ইন্ড্রাস্ট্রিয়াল এলাকায় একটি শাড়ির কারখানার সামনে রাস্তার ধারে থাকা কেমিক্যাল ট‍্যাঙ্কার থেকে বিষাক্ত গ‍্যাস লিক হচ্ছে। বিষাক্ত গ‍্যাস শরীরে ঢোকায় প্রায় ২৬ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েছেন।

অফিসার জানিয়েছেন, তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে শ্রমিকদের উদ্ধার করে নতুন সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছ'জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি। দমকল কর্মীরা ট‍্যাঙ্কের ভাল্ভ বন্ধ করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর থেকেই পলাতক ট‍্যাঙ্কারের চালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

গুজরাটে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৬ শ্রমিক
মহারাষ্ট্রে জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক - ১১ জনের মৃত্যু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in