

মহারাষ্ট্রের নাসিকে জাকির হুসেন হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। বুধবার ওই হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কার লিক করে ১১ জনের মৃত্যু হয়। ঘটনার পরেই হাসপাতালের অক্সিজেনের প্রয়োজন থাকা ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিঙ্গানে জানিয়েছেন এই ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান – এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ঘটনার বিস্তারিত বিবরণ পাবার চেষ্টা করছি। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই ঘটনায় দোষী তাঁরা অবশ্যই সাজা পাবেন।
অক্সিজেন ট্যাঙ্কারের ভালভ থেকে এই লিকেজ হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য পেলে বিশদে জানাতে পারবো বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন