

১৬ মার্চ, নয়া দিল্লি- এবার দুর্নীতির খোঁজ মিলল সেনা প্রবেশিকাতেও! অভিযুক্ত উচ্চপদস্থ আধিকারিক-সহ ১৭ জন ভারতীয় সেনা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই তালিকায় আছেন ৫ জন কর্নেল এবং দুইজন মেজরও। পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে ছয়জন অসামরিক ব্যক্তির বিরুদ্ধেও।
জানা গিয়েছে, বিভিন্ন সার্ভিস সিলেকশন বোর্ড সেন্টারে এই নিয়োগ দুর্নীতি চলছে। গোটা প্রক্রিয়ায় কিংপিন হলেন লেফটেন্যান্ট কর্নেল ভগবান। তাঁরা বেআইনিভাবে সেনায় নিয়োগ করছেন বলে অভিযোগ। ভিজিলেন্স শাখার অফিসার বিগ্রেডিয়ার পুরোহিত প্রথম অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতেই সিবিআই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তার প্রেক্ষিতে সোমবার দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশের ১৩ শহরে প্রায় ৩০টি স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পুরোহিত জানান, তিনি খবর পেয়েছেন দিল্লির সেনা হাসপাতালে যে প্রার্থীরা পরীক্ষা পাস করতে পারেননি, একটা ভালো অঙ্কের টাকা ঘুষ নিয়ে তাঁদের শারীরিক পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হচ্ছে। অভিযুক্তদের পরিবারের লোকেরাও এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত বলে খবর। সেনা সূত্রে জানা গিয়েছে, যথেষ্ট অভিযোগ থাকার দরুন তারা সিবিআইকে এই মামলার তদন্ত চালানোর দায়িত্ব দিয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন