USA: ডেমোক্র্যাটরা শ্রমিক শ্রেণিকে ছেড়েছে, তাই শ্রমিকরাও তাদের ত্যাগ করেছে - বার্নি স্যান্ডার্স

People's Reporter: ডেমোক্র্যাটদের প্রচারাভিযান কৌশলকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন স্যান্ডার্স। তাঁর মতে, ডেমোক্র্যাটিক পার্টি ক্রমশই শ্রমিক শ্রেণীর মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে।
নির্বাচনী প্রচারে বার্নি স্যান্ডার্স
নির্বাচনী প্রচারে বার্নি স্যান্ডার্সছবি বার্নি স্যান্ডার্স-এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত
Published on

আমেরিকার মসনদে দ্বিতীয় বারের জন্য বসছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। মার্কিন নির্দলীয় ‘বাম ঘেঁষা’ সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ের পরে ডেমোক্র্যাটিক পার্টির তীব্র সমালোচনা করেছেন।

ডেমোক্র্যাটদের প্রচারাভিযান কৌশলকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন স্যান্ডার্স। তাঁর মতে, ডেমোক্র্যাটিক পার্টি ক্রমশই শ্রমিক শ্রেণীর মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন – ‘ডেমোক্র্যাটিক পার্টি শ্রমিক শ্রেণির মানুষকে পরিত্যাগ করেছে, স্বাভাবিকভাবেই শ্রমিক শ্রেণী মানুষও ডেমোক্র্যাটদের পরিত্যাগ করেছে’।

তিনি আরও বলেন – আমেরিকার বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ ছিলেন। তাঁরা পরিবর্তন চেয়েছিলেন এবং তাঁরা সঠিক। পাশাপাশি বেশিরভাগ আমেরিকানদের বিরোধিতা সত্ত্বেও ইজরায়েলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার সমালোচনা করেছেন স্যান্ডার্স।

বিবৃতিতে তিনি বলেন – ‘আজ বেশিরভাগ আমেরিকানদের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরায়েলের চরমপন্থী নেতানিয়াহু সরকারের যুদ্ধের জন্য আমরা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে চলেছি। এটি আসলে প্যালেস্তিনীয় জনগণের বিরুদ্ধে যুদ্ধ। সেখানে হাজার হাজার শিশু ব্যাপক অপুষ্টি-অনাহারের শিকার হয়েছে’।

প্রসঙ্গত, স্যান্ডার্স ২০১৬ এবং ২০২০ সালে ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বেশিরভাগ আমেরিকান অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি, আয়ের বৈষম্য, দৈনিক মজুরি বৃদ্ধি, সকলের জন্য স্বাস্থ্য বীমা থেকে পারিবারিক ছুটি - এই সমস্যাগুলির কথা তিনি তুলে ধরেছিলেন। ২০২০ সালে আশা জাগিয়েও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হতে পারেননি। শেষ পর্যন্ত জো বিডেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছিলেন।

তিনি বলেন – “ডেমোক্র্যাটিক পার্টিকে নিয়ন্ত্রণকারী কর্পোরেট এবং ভাল বেতনের পরামর্শদাতারা এই বিপর্যয়মূলক ফলাফল থেকে আদৌ কোন বাস্তব শিক্ষা নেবেন কি? সম্ভবত না”।

নির্বাচনী প্রচারে বার্নি স্যান্ডার্স
এক শহরে সমাজতন্ত্র
নির্বাচনী প্রচারে বার্নি স্যান্ডার্স
US Presidential Election: সাদা বাড়ির লড়াইয়ে জয়ী ৬ ভারতীয় বংশোদ্ভূত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in