US Presidential Election: সাদা বাড়ির লড়াইয়ে জয়ী ৬ ভারতীয় বংশোদ্ভূত

People's Reporter: এত দিন আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাঁচ জন সদস্য। এবার সেই সংখ্যা বেড়ে হল ছয়। এঁরা প্রত্যেকেই ডেমোক্র্যাট দলের প্রতিনিধি।
হোয়াইট হাউস
হোয়াইট হাউস ছবি - সংগৃহীত
Published on

দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, আমেরিকার দুই কক্ষ সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসও ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের দখলে। তবে এর মধ্যেও নিজেদের জায়গা ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থীরা। আমেরিকার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জিতেছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত।

এত দিন আমেরিকান কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাঁচ জন সদস্য। তাঁরা হলেন ওমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খন্না, প্রমীলা জয়পাল, শ্রী থানেদার। তবে ২০২৪ –এর প্রেসিডেন্ট নির্বাচনের পর সেই সংখ্যা বেড়ে হল ছয়। ‘সামোসা ককাস’ বলে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূতদের এই তালিকায় নতুন সংযোজন সুহাস সুব্রমণ্যম। বাকি পাঁচ জন দ্বিতীয় বার নির্বাচিত হয়েছে। এঁরা প্রত্যেকেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের দলের প্রতিনিধি।

জয় ঘোষণার পর ভার্জিনিয়ার বাসিন্দাদের ধন্যবাদ দিয়েছেন সুহাস সুব্রমণ্যম। তিনি জানিয়েছেন, ‘ভার্জিনিয়ার মানুষ আমার উপরে ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ। এই প্রদেশই আমার বাড়ি। এখানে বিয়ে করেছি। এখানে আমি এবং আমার স্ত্রী মিলে আমাদের মেয়েদের বড় করে তুলছি। এখানের বাসিন্দাদের সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা।’

আমেরিকার মূলধারার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উৎসাহ ও অংশগ্রহণ বাড়ছে। পরিসংখ্যান বলছে, এই নির্বাচনে আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে প্রার্থী হয়েছেন অন্তত ডজন তিনেক ভারতীয় বংশোদ্ভূত। এঁদের বেশী করে উৎসাহ যোগাচ্ছেন হাউসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তাঁর জনপ্রিয় মন্তব্য, ‘নিজে টেবিলে বসুন। নয়তো কখন খাদ্যতালিকায় আপনার নাম উঠে যাবে ধরতেও পারবেন না।’ যার অর্থ পরিস্থিতি নিজের হাতে তুলে নিন। রাজনীতিতে যোগদান করুন।

এবারে আমেরিকান স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশী ভারতীয় বংশোদ্ভূত লড়েছেন ক্যালিফোর্নিয়ায়। রো খান্না এবং ওমি বেরা জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে। অন্যদিকে, কমলা হ্যারিসও জিতেছেন ক্যালিফোর্নিয়া থেকে। ভোট পরবর্তী একটি সমীক্ষা বলছে, ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি ল্যাটিনো বা হিস্পানিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোট দিয়েছেন কমলা হ্যারিসকে। পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি ল্যাটিনো গোষ্ঠীর ভোট পেয়েছেন কমলা।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি স্টেট, কাউন্টি এবং স্থানীয় স্তরেও নির্বাচন হয়েছে।

হোয়াইট হাউস
আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভারতীয় ভাষা হিসেবে ব্যালটে জায়গা পেল বাংলা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in