
সতর্কতা মতো ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ল রাশিয়া এবং জাপানের উপকূলে। বুধবার সকালে (ভারতীয় সময়) রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮। তারপরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। জাপানের অনেক এলাকাতেও তার রেশ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় সুনামির তেজ বেশি বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। যদিও সমুদ্রে ঢেউয়ের আকার ভয়ঙ্কর উচ্চতায় পৌঁছায়নি এখনও।
জাপানের আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণে সরে যাওয়ায় আরও ১৬টি জায়গায় ঢেউ আছড়ে পড়েছে। ইতিমধ্যেই ন’লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য কমিটি তৈরি করেছে জাপান সরকার। চিন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
সুনামি সর্তকতার কারণে ব্যাহত হয়েছে জাপানের পরিবহন ব্যবস্থা। রাস্তায় যান চলাচল কম। জাপানের হোনশু দ্বীপের উত্তর প্রান্তে হোক্কাইডো এবং আওমোরির মধ্যে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। এমনকি রাজধানী টোকিও এবং নিকটবর্তী দ্বীপপুঞ্জের সঙ্গে সংযোগকারী ফেরিগুলিও সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
সুনামির জেরে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবাও। বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে জাপানে। কিছু রুটে নির্দিষ্ট সময়ের তুলনায় দেরিতে চলছে ট্রেন। দুর্যোগের সতর্কতার কারণে সেন্দাই বিমানবন্দরে বিমান চলাচলও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
জাপানের পাশাপাশি সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনেও। আমেরিকাতেও আশঙ্কা রয়েছে সুনামির। এদিনের ভূমিকম্পের পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, "প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য দয়া করে https://tsunami.gov দেখুন। শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন!"
সংবাদসংস্থা তাস (TASS) জানিয়েছে, ১৯৫২ সালের পর এই প্রথম কামচাটটায় এত বড়ো মাপের ভূমিকম্প হয়েছে। বিভিন্ন পরিমাপের পর দেখা গেছে এই ভূমিকম্পের তীব্রতা ৮.৮ ম্যাগনিটিউড। ১৯৫২ সালে এই অঞ্চলে রিখটর স্কেলে ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছিল। তাস আরও জানিয়েছে, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত চারটি আফটার শক অনুভূত হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বের উপকূলবর্তী শহর পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.৮ ম্যাগনিটিউড। ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলেও জানিয়েছে ইউএসজিএস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন