

এবার থেকে আমেরিকায় ইস্পাত-অ্যালুমিনিয়াম রফতানি করতে গেলে দিতে হবে ৫০ শতাংশ হারে শুল্ক। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হয়েছে। জানানো হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং শিল্পের ভিত্তি রক্ষার জন্য এই পদক্ষেপ। তবে আপাতত এই তালিকায় থাকছে না ব্রিটেন।
এই নিয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমার মতে, যে দেশগুলি এত দিন আমেরিকায় কম দামে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পাঠিয়ে মুনাফা করত, তাদের মোকাবিলা সম্ভব হবে এই বর্ধিত শুল্ক কার্যকর হলে"। আমেরিকার বিদেশসচিব হাওয়ার্ড লুটানিকের মতে, বর্তমানে দেশের ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের অবস্থা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইস্পাত-অ্যালুমিনিয়াম জাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। সেটাই বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। তবে এই তালিকায় নেই ব্রিটেন। জানা গেছে, তাদের সঙ্গে বাণিজ্যচুক্তি অনেকটাই অগ্রসর হয়েছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি। তবে ৯ জুলাইয়ের মধ্যে যদি বাণিজ্যচুক্তি চূড়ান্ত না হয়, তাহলে সে দেশকেও ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে। তবে এখন ২৫ শতাংশই শুল্ক রাখা হয়েছে ব্রিটেনের জন্য।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন