
বিশ্বের ৪১ দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে পারে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। এই তালিকায় পাকিস্তান, আফগানিস্তান, ভুটানের মতো দেশও রয়েছে।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রশাসন একটি খসড়া তৈরি করেছে। যেখানে ৪১টি দেশের নাগরিকদের মার্কিন সফরে নিষেধাজ্ঞা জারির বিষয় উল্লেখ রয়েছে। তবে তালিকায় উল্লেখিত সব দেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে না। মূলত অবৈধ অভিবাসন রুখতে এই পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পের প্রথম মেয়াদে যেধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এবার তার থেকেও কঠোর হবে বলে মনে করা হচ্ছে। খসড়া অনুযায়ী, ১০টি দেশকে "লাল তালিকায়" রাখা হয়েছে, যাদের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এই দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন।
দ্বিতীয় বিভাগে রয়েছে ৫টি দেশ - ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান। এই দেশের নাগরিকরা পর্যটন ও শিক্ষাগত ভিসাসহ অন্যান্য অভিবাসী ভিসা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
তৃতীয় বিভাগে রয়েছে ২৬টি দেশ। যার মধ্যে পাকিস্তান, ভুটানের মতো দেশও রয়েছে। এই বিভাগে বলা হয়েছে যদি সংশ্লিষ্ট দেশগুলি ৬০দিনের মধ্যে ঘাটতি পূরণে ব্যর্থ হয় তাহলে তাদের নাগরিকদের মার্কিন ভিসা দেওয়া হবে না। তবে কিসের ঘাটতি জানা যায়নি। পাকিস্তান, ভুটান ছাড়া এই তালিকায় রয়েছে তুর্কমেনিস্তান, বেলারুশ, ভানুয়াতুরও। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, তালিকায় পরিবর্তন আসতে পারে এবং এটি এখনও প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়নি।
২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প এই কঠোর অভিবাসন নীতির ঘোষণা করেন। নির্বাহী (Executive) আদেশে বলা হয়, যেকোনো বিদেশি নাগরিকের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন