
এফবিআই-র ডিরেক্টর পদে নিযুক্ত হওয়ার পরই হুঁশিয়ারি দিলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। আমেরিকার কেউ ক্ষতি চাইলে তাকে ছেড়ে কথা বলবে না ট্রাম্প প্রশাসন। এমনটা জানালেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর নবম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেন। মার্কিন সেনেটে ৫১টি ভোট পেয়ে নির্বাচিত হন কাশ। তাঁর বিপক্ষে ভোট পড়েছিল ৪৯টি। ৪৭ জন ডেমোক্র্যাট সেনেটরের পাশাপাশি ২ জন রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স এবং লিসা মারকোস্কিও বিপক্ষে ভোট দেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়, "এফবিআই পরিচালক হিসেবে কাশ প্যাটেলের নিয়োগ রাষ্ট্রপতি ট্রাম্পের নীতিনিষ্ঠা পুনরুদ্ধার এবং আইনের শাসন সুরক্ষিত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত এফবিআই-র ডিরেক্টর হলেন। নয়া দায়িত্ব পেয়েই কার্যত সকল দেশকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কাশ। এক্স মাধ্যমে তিনি লেখেন, "যাঁরা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁরা এখন থেকেই সতর্ক হয়ে যান। পৃথিবীর যে কোনও জায়গাতেই লুকিয়ে থাকুন না কেন, আমরা খুঁজে বের করবই"।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ২৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। সেখানেই তাঁর বড় হওয়া। পরে রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। পেস বিশ্ববিদ্যালয় থেকে স্কুল অফ ল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি রাষ্ট্রপতির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের (NSC) সন্ত্রাস দমন বিষয়ক সিনিয়র পরিচালক সহ বেশ কয়েকটি উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন