COP26: লক্ষ্য 'নিট-জিরো', জলবায়ু সম্মেলন মঞ্চে 'পঞ্চামৃত' ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

ভারত যেখানে ২০৭০ সালের মধ্যে নেট-জিরোর (কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য) লক্ষ্যমাত্রা নিয়েছে, চীন ২০৬০ সালের মধ্যে তা করার কথা ঘোষণা করেছে এবং UK ও EU ২০৫০ সালের মধ্যে তা পূরণের লক্ষ্য নিয়েছে।
গ্লাসগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গ্লাসগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীছবি সংগৃহীত

স্কটল‍্যান্ডের গ্লাসগোতে COP26 জলবায়ু সম্মেলন মঞ্চে পাঁচ প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাঁচ প্রতিশ্রুতিকে 'পঞ্চামৃত' বলে অ‍্যাখ‍্যা দিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন তিনি। ২০৭০ সালের মধ্যে ভারত কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনবে বলেও জানিয়েছেন তিনি।

জলবায়ু সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রীর ঘোষিত পঞ্চামৃত হলো -

১) ২০৩০ সালের মধ্যে ভারত তার অজীবাশ্ম শক্তির পরিমাণ ৫০০ গিগাওয়াটে নিয়ে যাবে।

২) ২০৩০ সালের মধ্যে ভারত তার প্রয়োজনীয় মোট শক্তির ৫০ শতাংশই পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে পূরণ করবে।

৩) এখন থেকে ২০৩০ সাল পর্যন্ত ভারত মোট যে পরিমাণ কার্বন নিঃসরণ করতে পারে বলে পূর্বাভাস রয়েছে, তার থেকে ১ বিলিয়ন টন কম কার্বন নিঃসরণ করবে।

৪) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের তীব্রতা ৪৫ শতাংশ কমাবে ভারত।

৫) ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত।

প্রসঙ্গত, ভারত যেখানে ২০৭০ সালের মধ্যে নেট-জিরোর (কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য) লক্ষ্যমাত্রা নিয়েছে, চীন ২০৬০ সালের মধ্যে তা করার কথা ঘোষণা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে তা পূরণের লক্ষ্য নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন রুখতে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণের পরিমাণ অর্ধেক করতে হবে এবং ২০৫০ সালের মধ্যে তা পুরোপুরি কমিয়ে ফেলতে হবে।

গ্লাসগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
G-20: উষ্ণায়ন নিয়ে খসড়া বিবৃতিকে ‘উচ্চাকাঙ্ক্ষাহীন ও অদূরদর্শী’ বলে তোপ পরিবেশবিদদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in