Bangladesh: 'দেশের স্বাধীনতা বুলডোজার দিয়ে ভাঙা যায় না' - বঙ্গবন্ধু ভবনে হামলার তীব্র নিন্দায় হাসিনা

People's Reporter: আজ সকালেও সেই বাড়ি ভেঙে ফেলার কাজ চলছে। বাড়ির ভিতর থেকে যে যা পারছেন লুঠ করে নিয়ে যাচ্ছেন।
জ্বলছে ধানমান্ডির বঙ্গবন্ধু ভবন
জ্বলছে ধানমান্ডির বঙ্গবন্ধু ভবনছবি - সংগৃহীত
Published on

ফের অশান্ত বাংলাদেশ। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালেও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ চলছে। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলেই রাজনৈতিক মহলের দাবি।

বাংলাদেশের সামাজিক পরিস্থিতি এখনও শান্ত হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কয়েক মাস পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী ইউনুস সরকার। যার প্রমাণ বুধবারই গোটা বিশ্ব দেখল। গতকাল বাংলাদেশবাসীর জন্য ভার্চুয়ালি বক্তব্য রাখেন শেখ হাসিনা। ওই বক্তব্য পেশের আগেই তাঁর পিতা শেখ মুজিবর রহমানের ৩২ নম্বর ধানমান্ডির বাড়ি ভাঙচুর শুরু করেন হাসিনা বিরোধীরা। রীতিমতো তাণ্ডব চালানো হয় সেই বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় জেসিবি নিয়ে বাড়ি ভাঙা হচ্ছে। পরে আগুনও লাগিয়ে দেওয়া হয়।

আজ সকালেও সেই বাড়ি ভেঙে ফেলার কাজ চলছে। বাড়ির ভিতর থেকে যে যা পারছেন লুঠ করে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও ভাঙচুর চালানো হয়। কেউ বই লুঠ করছেন তো কেউ অন্যান্য সামগ্রী লুঠ করে পালাচ্ছেন। কয়েকজন আবার লোহা, ইট, কাঠও লুঠ করছেন।

বঙ্গবন্ধু ভবন ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, "এই বাড়িটার কী অপরাধ? কেন এত ভয় এই বাড়িটিকে? এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। তাহলে এই বাড়ি কারা ভাঙে? দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না"।

জ্বলছে ধানমান্ডির বঙ্গবন্ধু ভবন
USA vs China: একতরফা শুল্ক ঘোষণায় WTO-র নিয়ম লঙ্ঘন - আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপিয়ে জানালো চিন
জ্বলছে ধানমান্ডির বঙ্গবন্ধু ভবন
Migrants: আমেরিকা থেকে ১০৪ ভারতীয় 'অবৈধ' অভিবাসীকে আনলো মার্কিন বিমান, ৪৮ জনের বয়স ২৫ বছরের কম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in