
নিউ ইয়র্ক আদালতে দোষী সাব্যস্ত হলেন লেখক সালমান রুশদির উপর হামলা চালানো আততায়ী হাদি মাতার। আগামী ২৩ এপ্রিল সাজা ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে ৩০ বছরের জেল হতে পারে তার।
দু'সপ্তাহ শুনানি চলার পর নিউ জার্সির বাসিন্দা হাদি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই আততায়ীর আইনজীবী অ্যান্ড্রু ব্রুটিগান আদালতে জানান, মাতারের বিরুদ্ধে আনা ইচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগ প্রমাণ হয়নি। তবে সরকারি আইনজীবী জেসন শ্মিট একটি ভিডিও-র মাধ্যমে দেখান যে মাতার ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছিল। খুন করার জন্যই এই হামলা। আগামী ২৩ এপ্রিল সাজা ঘোষণা হবে।
২০২২ সালে জেল হেফাজতে থাকাকালীন নিউ ইয়র্ক পোস্টের একটি সাক্ষাৎকারে হাদি মাতার দাবি করেছিলেন, তিনি মনে করেন না যে সালমান রুশদি ভালো মানুষ। সালমান রুশদি এমন একজন মানুষ যিনি সর্বদা ইসলামকে আক্রমণ করেন।
প্রসঙ্গত ২০২২ সালের ১১ আগস্ট ওয়েস্টার্ন নিউ ইয়র্কের শিটাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আচমকাই আক্রমণের মুখে পড়েন সালমান রুশদি। হাদি মাতার ছুরির আঘাতে স্টেজেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাঁর ঘাড়ে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া যায়। ঘটনার পরেই সালমান রুশদিকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এরি হাসপাতালে। যেখানে বেশ কয়েকঘণ্টা ধরে তাঁর সার্জারি করা হয়। ছুরির আঘাতে তাঁর হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর লিভার গুরুতর জখম হয়।
অস্ত্রোপচার করা হলেও এক চোখের দৃষ্টি হারান লেখক সালমান রুশদি। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমগ্র সাহিত্যজগতে। কেউ কেউ এই ঘটনাকে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ বলে জানান। হাদি মাতারকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক স্টেট পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন