ইরানকে অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়া, মধ্যপ্রাচ্যে চাপ বাড়ছে ইজরায়েলের!

People's Reporter: ইরানের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সুখোই-৩৫ এবং এমআই-২৮ হেলিকপ্টার নিয়ে রাশিয়া ও ইরানের চুক্তি চূড়ান্ত হয়েছে।
ইরানকে অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়া, মধ্যপ্রাচ্যে চাপ বাড়ছে ইজরায়েলের!
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সমস্ত জল্পনার অবসান। অবশেষে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পেতে চলেছে ইরান। ইরানের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী সে দেশের সংবাদ সংস্থা তাসনিমকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সুখোই-৩৫ এবং এমআই-২৮ হেলিকপ্টার নিয়ে রাশিয়া ও ইরানের চুক্তি চূড়ান্ত হয়েছে। সেগুলি তেহরানের হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই ইরান-রাশিয়া ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। একদিকে পশ্চিমা দুনিয়া যখন ইউক্রেনের পক্ষ নিয়ে সামরিক সাহায্য করে চলেছে, অন্যদিকে রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল ইরান। ইরানের তৈরি ‘কামিকাজে’ ড্রোন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। স্বল্পমূল্যের এই আত্মঘাতী ড্রোন ইউক্রেনের পশ্চিমা দুনিয়ার থেকে পাওয়া বিলিয়ন ডলারের সমরাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এই মুহূর্তে ইরানের বায়ুসেনার প্রয়োজনের তুলনায় অনেক কম অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। মধ্যপ্রাচ্যে বেড়ে চলা অশান্তির মাঝে তাই নিজেদের আকাশপথ আরো সুরক্ষিত করা প্রয়োজন বলে মনে করছে তেহরান। যদিও ২০১৮ সালে ইরাল ঘোষণা করেছিল – ‘কাওশার’ নামে একেবারে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি শুরু করেছে। কিন্তু সেই প্রকল্পে হাতে গোনা কয়েকটি যুদ্ধবিমান তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে আমেরিকান যুদ্ধবিমান এফ-৫ এর প্রযুক্তি হুবহু নকল করা হয়েছে এই যুদ্ধবিমানের ক্ষেত্রে। যেহেতু ষাটের দশকে এই যুদ্ধবিমান ইরানেই প্রস্তুত হত।

পাশাপাশি ইজরায়েলের সঙ্গে ক্রমশই শত্রুতা বাড়ছে ইরানের। ইজরায়েলের বরাবর অভিযোগ – লেবাননের ইজরায়েল বিরোধী সামরিক গোষ্ঠী হিজবুল্লা, গাজার হামাস ও সিরিয়ার একাধিক সামরিক শিয়া গোষ্ঠীকে ইরান মদত করছে।

এই মুহূর্তে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যস্ত ইজরায়েল। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানে ব্যস্ত। রাশিয়ার বিরুদ্ধে যেমন নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমি দুনিয়া। ইরানও অনেক আগে থেকেই পশ্চিমি নিষেধাজ্ঞার মুখে। এই পরিস্থিতিতে ইরানের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার চলে আসাটা খুবই ইঙ্গিতবাহী। ইরানের বায়ুসেনার হাতে সুখোই-৩৫ পৌঁছালে তা যে ইজরায়েলের পক্ষে স্বস্তিদায়ক হবে না, তা বলাই বাহুল্য।

ইরানকে অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়া, মধ্যপ্রাচ্যে চাপ বাড়ছে ইজরায়েলের!
Australia: বিগত দু'বছরে ৫০% অস্ট্রেলিয়র আর্থিক অবস্থার অবনতি, বেশি ক্ষতিগ্রস্ত মহিলারা - রিপোর্ট
ইরানকে অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়া, মধ্যপ্রাচ্যে চাপ বাড়ছে ইজরায়েলের!
Israel Vs Palestine: ৩৯ প্যালেস্তিনিয়, ৬৭ ইজরায়েলির মুক্তি, যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in