

দ্বিতীয় বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে বসলেন শেহবাজ শরিফ। সোমবার শপথ গ্রহণ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। এর আগে ২০২২-২৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শেহবাজ।
পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার প্রায় ১ মাস পর প্রধানমন্ত্রীর আসনে বসলেন শেহবাজ শরিফ। ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলরা সবথেকে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ফলে নওয়াজ শরিফের পিএমএল (এন) এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাকিস্তানের সরকার গঠন করে।
প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার জন্য শেহবাজ শরিফকে অভিনন্দন"।
সম্প্রতি ইমরান খানের দল সমর্থিত নির্দলদের তরফ থেকে ওমর আয়ুবকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তিনি আস্থা ভোটে পরাজিত হন। তিনি পান ৯২টি ভোট। অন্যদিকে শরিফের পক্ষে যায় ২০১টি ভোট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন