Pakistan: দ্বিতীয়বারের জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর

People's Reporter: পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার প্রায় ১ মাস পর প্রধানমন্ত্রীর আসনে বসলেন শেহবাজ শরিফ।
শেহবাজ শরিফ
শেহবাজ শরিফছবি - সংগৃহীত

দ্বিতীয় বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে বসলেন শেহবাজ শরিফ। সোমবার শপথ গ্রহণ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। এর আগে ২০২২-২৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শেহবাজ।

পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার প্রায় ১ মাস পর প্রধানমন্ত্রীর আসনে বসলেন শেহবাজ শরিফ। ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলরা সবথেকে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ফলে নওয়াজ শরিফের পিএমএল (এন) এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাকিস্তানের সরকার গঠন করে।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার জন্য শেহবাজ শরিফকে অভিনন্দন"।

সম্প্রতি ইমরান খানের দল সমর্থিত নির্দলদের তরফ থেকে ওমর আয়ুবকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তিনি আস্থা ভোটে পরাজিত হন। তিনি পান ৯২টি ভোট। অন্যদিকে শরিফের পক্ষে যায় ২০১টি ভোট।

শেহবাজ শরিফ
Israel vs Palestine: ইজরায়েলি হানায় গত ৪ মাসে গাজায় মৃত ৯ হাজারের বেশি মহিলা - রাষ্ট্রসংঘ
শেহবাজ শরিফ
Israel vs Palestine: খাবারের জন্য জড়ো হওয়া ভুখা মানুষের ওপর ইজরায়েলি বাহিনীর নির্বিচার গুলি, মৃত ১১২

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in