মিশেল ওবামা (বাম দিকে)
মিশেল ওবামা (বাম দিকে)ছবি - সংগৃহীত

USA: নতুন মুখ চাইছে ডেমোক্র্যাটরা! জো বাইডেন নয়, প্রথম পছন্দের তালিকায় এগিয়ে ওবামা পত্নী মিশেল

People's Reporter: ৪৮ শতাংশ ডেমোক্র্যাটরা মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের বদলে নতুন মুখ চাইছেন। ডেমোক্র্যাটদের মধ্যে ২০ শতাংশ চাইছেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।

নভেম্বরে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হবে। তার আগে ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ সমীক্ষাতে জো বাইডেনকে টেক্কা দিচ্ছেন বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। আসন্ন নির্বাচনে মিশেল ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন অনেকেই।

রাসমুসেনের নির্বাচনী সমীক্ষা অনুযায়ী ৪৮ শতাংশ ডেমোক্র্যাটরা মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের বদলে নতুন মুখ চাইছেন। যিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন। আবার এই ৪৮ শতাংশ ডেমোক্র্যাটদের মধ্যে ২০ শতাংশ চাইছেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।

এছাড়া জো বাইডেনের বদলে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দৌড়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁকে পছন্দ করেছেন ১৫ শতাংশ। হিলারি ক্লিন্টনকে পছন্দ করেছেন ১২ শতাংশ। এনাদের পাশাপাশি ডেমোক্র্যাটদের পছন্দের তালিকায় রয়েছেন ক্যালিফোর্নিইয়ার গভর্নর গ্যাভিন নিউসমও।

ওই সমীক্ষতেই দেখা যাচ্ছে ৩৮ শতাংশ ডেমোক্র্যাটরা ৮১ বছরের জো বাইডেনকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তবে অভ্যন্তরীণ সমীক্ষায় মিশেল ওবামার উত্থান দেখে অবাক হয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এখন যা ট্রেন্ড চলছে তাতে আগামী দিনের জন্য মিশেল ওবামাকে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।

মিশেল ওবামা (বাম দিকে)
Israel vs Palestine: প্যালেস্তাইনে ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে আত্মঘাতী আমেরিকান বায়ুসেনা কর্মী
মিশেল ওবামা (বাম দিকে)
Hate Speech: ভারতে উল্লেখযোগ্য হারে বেড়েছে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য - দাবি রিপোর্টে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in