Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড, রিখটার স্কেলে তীব্রতা ৭.২

ভারতীয় সময় সোমবার সকাল ৬টা ১১ মিনিটে নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়।
Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড, রিখটার স্কেলে তীব্রতা ৭.২
ছবি প্রতীকী সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ডের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভারতীয় সময় সোমবার সকাল ৬টা ১১ মিনিটে নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়। যেটি উত্তর-পূর্ব নিউজিল্যান্ড থেকে প্রায় ৯০০ কিমি দূরে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে। ভূমিকম্পের ভৌগোলিক অবস্থান -২৯.৯৫ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ -১৭৮.০২। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক ভাবে দেশজুড়ে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

নিউজিল্যান্ডের 'ন্যাশনাল এমারজেন্সত ম্যানেজমেন্ট এজেন্সি'র তরফ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ডে কোনো সুনামির ভয় নেই। বর্তমান তথ্য যা বলছে তাতে এই ভূমিকম্পের ফলে যে সুনামির হওয়ার কথা ছিল তা হবে না। ফলে আতঙ্কের কিছু নেই।

উল্লেখ্য, এই এজেন্সিই প্রথমে ঘোষণা করেছিল, কারমাডেক দ্বীপের ভূমিকম্পের ফলে নিউজিল্যান্ডে সুনামির পরিস্থতি হতে পারে। প্রতিনিয়ত বিশেষজ্ঞরা সেইদিকে নজর রাখছেন। সাথে এও বলা হয়েছিল সুনামির আপডেট আমরা দিতে থাকবো।

প্রসঙ্গত উল্লেখ্য, এই কারমাডেক দ্বীপে ভূমিকম্প নতুন নয়। জানা যাচ্ছে গত মাসেও জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দ্বীপটি। বার বার ভূ-কম্পনে কেঁপে ওঠার পেছনে কী কারণ তাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। আগামীদিনেও যে ফের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ ছাড়াবে না তার কোনো নিশ্চয়তা নেই।

Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড, রিখটার স্কেলে তীব্রতা ৭.২
মারাত্মক তাপপ্রবাহে প্রায় ৯০ শতাংশ ভারতীয়র মৃত্যুর ঝুঁকি বেড়েছে
Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড, রিখটার স্কেলে তীব্রতা ৭.২
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতের! কলকাতার স্থান কত নম্বরে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in